আপ ওয়ার্কে কাজ করার নিয়ম কানুন বিস্তারিত জেনে নিন

Image

আপ ওয়ার্ক Upwork হলো বর্তমানে ফ্রিল্যান্সিং জগতে একটি অন্যতম জনপ্রিয় মার্কেটপ্লেস। আপনি যদি এই মার্কেটপ্লেস এ কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই আপ ওয়ার্ক পরিষেবার শর্তগুলি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং জগতে নতুন কাজ করতে এসেছেন তাদের জন্য আপ ওয়ার্ক সম্পর্কে ভালোভাবে জানা আরও বেশি জরুরি।

আপ ওয়ার্কে কাজ করার নিয়ম কানুন 

আপনি যদি আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস এ কাজ করতে চান সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অথবা আপনি যদি flanching করতে চান তাহলে আপনাকে বেশ কিছু শর্ত পূরণ করতে হবে। আপনি যদি এই শর্ত কোনগুলো পূরণ করতে না পারেন তাহলে কখনোই আপনি এই মার্কেটপ্লেসে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না বা সফলভাবে কাজ করতে পারবেন না। আপনি যে মার্কেটপ্লেসে কাজ করেন না কেন সেখানে সফল হতে হলে আপনাকে অবশ্যই তাদের শর্তগুলো মেনে চলতে হবে এবং তাদের নিয়ম-কানুন সঠিকভাবে জানতে হবে। 

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস এ সফল হতে হলে প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং আপনি এই অ্যাকাউন্ট তৈরি করার সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করতে হবে। সাধারণত আমরা অনেকেই আমাদের সঠিক তথ্য প্রদান করি না। তবে এ বিষয়টি থেকে বেরিয়ে এসে জাতীয় পরিচয় পত্র অথবা আপনার পাসপোর্ট অনুযায়ী সকল ধরনের সঠিক তথ্য পূরণ করতে হবে এবং এর সাথে আপনাকে অবশ্যই একটি সুন্দর প্রোফাইল পিকচার যুক্ত করতে হবে। 

তবে আপনাকে কাজ করার আগে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে আর তা হল আপনি ওয়ার্ক আপে কাজ করতে হলে অবশ্যই আপনার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। আপনি একাউন্ট করার সময় যদি আপনার তথ্য ১৮ বছরের নিচে থাকে তাহলে আপনি এই অ্যাকাউন্ট করতে পারবেন না। তাই আপনার জাতীয় পরিচয় পত্র অথবা যদি পাসপোর্ট থাকে সে অনুযায়ী অ্যাকাউন্ট করার সময় সঠিক তথ্য দিবেন।

মনে রাখবেন, আপনি যদি ভুল তথ্য দেন তাহলে আপনি যখন আপনার কষ্টে অর্জিত ডলার উইথড্র করতে যাবেন তখন আপনার পাসপোর্ট অথবা এনআইডি কার্ড ভেরিফাই করতে হবে। আর এগুলো যদি ভেরিফাই না হয় তাহলে আপনি কখনোই টাকা উইড্র করতে পারবেন না।

আপ ওয়ার্ক Upwork কাকে বলে

আপ ওয়ার্ক Upwork হলো ফ্রিল্যান্সিং জগতের অন্যতম একটি জনপ্রিয় মার্কেটপ্লেস আর আপনি যদি আপ ওয়ার্ক Upwork কে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপ ওয়ার্ক Upwork কাকে বলে! বর্তমানে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসের সবচেয়ে জনপ্রিয় কাজের ক্ষেত্র হলো এই আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস। বিশ্বের সাথে তালে তাল মিলিয়ে বাংলাদেশেও এখন অনেক ফ্রিল্যান্সার রয়েছেন যারা upwork market প্লেসে কাজ করছেন।

আপ ওয়ার্ক Upwork এই মার্কেট প্লেসে বিভিন্ন ধরনের কাজ রয়েছে যা আপনি করতে পারেন। ফ্রিল্যান্সিং জগতে যে সকল কাজ রয়েছে প্রায় সবগুলো কাজই এখানে পাওয়া যায়। ফ্রিল্যান্সাররা প্রোফাইল তৈরি করে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনুযায়ী এখানে কাজ খুজে নিয়ে থাকেন এবং আপনাকে ক্লাইন্টরা বিভিন্ন প্রজেক্ট এর ফ্রিল্যান্সিং নিয়োগ দিয়ে থাকেন। এই মার্কেটপ্লেসে আপনি প্রতি ঘন্টা বা পেমেন্ট অনুযায়ী কাজ করতে পারবেন। বর্তমানে সবচেয়ে বিশ্বস্ত মার্কেটপ্লেস হলো এই আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস।

আপ ওয়ার্ক Upwork কোন ধরনের মাধ্যম

আপ ওয়ার্ক Upwork হল এক ধরনের জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেখানে বিশ্বের বিভিন্ন দেশের ফ্রিল্যান্সাররা এই মার্কেটপ্লেস এ কাজ করে থাকেন। আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে দুই ধরনের লোক কাজ করেন। যেমন-

প্রথমত

ফ্রিল্যান্সাররা যারা তাদের সার্ভিসগুলো বিক্রয় করেন এই মার্কেটপ্লেসে তারা বিভিন্ন ধরনের কাজ খুঁজেন এবং তাদের অভিজ্ঞতা অনুযায়ী এখান থেকে কাজ নিয়ে অর্থের বিনিময় কাজ করার চেষ্টা করেন।

দ্বিতীয়তঃ

বায়ার যিনি সার্ভিসগুলো ক্রয় করেন এবং ফ্রিল্যান্সারদের দিয়ে অর্থের বিনিময়ে কাজ করিয়ে নিয়ে থাকেন।

ফ্রিল্যান্সাররা তাদের দক্ষতা অনুযায়ী কাজের চাহিদা পেশ করেন এবং বায়াররা তাদের স্কিল বা দক্ষতা দেখে চুক্তিভিত্তিক তাদের কাছ থেকে কাজ করিয়ে নেন। ফ্রিল্যান্সিং জগতে যে সকল কাজ রয়েছে এর মধ্যে প্রায় সবগুলো কাজ এই আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে পাওয়া যায়।

আপ ওয়ার্ক Upwork এ কিভাবে কাজ করতে হয়

আপনি একজন দক্ষ ফ্রিল্যান্সার আপনি আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে কাজ করতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে জানতে হবে আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে কিভাবে কাজ করতে হয় আপনি যদি আমার আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে পূর্বে আপনি জেনে গিয়েছেন আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস সম্পর্কে যাবতীয় তথ্য এখন আপনাকে জানতে হবে আপ ওয়ার্ক Upwork কিভাবে কাজ করতে হয়

যারা নতুন প্ল্যান্সার মার্কেটপ্লেসে নতুন কাজ করতে এসেছেন তাদের প্রত্যেকেরই উচিত কাজ করার আগে মাধ্যমগুলো সম্পর্কে জেনে তারপরে কাজ করা। 

অ্যাকাউন্ট তৈরি বা রেজিস্ট্রেশন করা

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে কাজ করতে হলে আপনাকে প্রথমেই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে হবে। এখানে যদি আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি কোন অবস্থাতে কাজ করতে পারবেন না। যেহেতু আপনি এই মার্কেটপ্লেস এ কাজ করতে চাইছেন তাহলে অবশ্যই একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নেন। সাধারণত এই অ্যাকাউন্ট এর মাধ্যমে কাজ খুঁজে বের করা, কাজ জমা দেওয়া, পেমেন্ট নেওয়া থেকে শুরু করে আরো বিভিন্ন ধরনের কাজ আপনি সম্পন্ন করতে পারবেন।

জব পোস্টিং সিস্টেম

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে আপনি তিন ধরনের জব পোস্টিং করতে পারবেন। যখন এই মার্কেটপ্লেস শুরু করা হয় সাধারণত তখন ফিক্সড এবং ঘণ্টাভিত্তিক কাজ করার নিয়ম থাকলেও বর্তমান সময়ে গীগ হিসাবে কাজ করা হচ্ছে। আগে এই মার্কেটপ্লেসে সাধারণত ফিক্সড এবং ঘন্টা ভিত্তিক কাজ করার নিয়ম থাকলেও বর্তমান সময়ে গিগ হিসেবে কাজ করা হয়। এখানে ফিক্সড যে সকল কাজ রয়েছে এগুলো নির্দিষ্ট সময়ে দেওয়া হয় 

এবং এই কাজগুলো করার পর ফ্রিল্যান্সাররা নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিয়ে থাকেন। কিন্তু এখন  ফ্রিল্যান্সাররা গিগ এর মাধ্যমে তাদের সকল ধরনের কাজের দক্ষতা তুলে ধরেন এবং বায়াররা সে অনুযায়ী তাদের পছন্দ করে তাদের মাধ্যমে কাজ করে নিয়ে থাকেন। যখন একজন ফ্রিল্যান্সার সঠিকভাবে তার কাজ উপস্থাপন করেন তখন বায়রা তাদের প্রেমেন্ট প্রদান করে থাকেন।

সেলার এবং বায়ার নিমন্ত্রণ

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে সাধারণত দুই ধরনের ব্যক্তি কাজ করে থাকেন। একজন সেবা গ্রহণ করেন আর একজন সেবা প্রদান করেন। এখন বিষয়টা হলো যিনি কাজ পরিচালনা করার জন্য সেলার বা বায়ার এর নিয়ন্ত্রণ করবেন তাকে অত্যন্ত ভদ্রতার সাথে ব্যবহার করতে হবে কারণ আপনি যদি বায়ারের সাথে সঠিক ব্যবহার না করেন তাহলে পরবর্তীতে আপনি কাজ পাবেন না। আপনি যখন বায়ারের কাছ থেকে কোন কাজ নিবেন তখন তা সঠিক সময়ের মধ্যে জমা দেওয়ার চেষ্টা করবেন।

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে যদিও কাজ পাওয়া খুব সহজ নয় তবে আপনি নিচের কিছু টিপস ফলো করলে এখানে কাজ পেতে পারেন। যেমন -
  • আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা নিয়ে একটি গিগ পাবলিশ করুন।
  • আপনার গিগ পাবলিশ করার পূর্বে আপনার প্রোফাইলটি সম্পূর্ণভাবে আকর্ষণীয় ভাবে তৈরি করুন।
  • আপনি আপনার পোর্টফলিও তৈরি করুন।
  • আপনার বিট গুলিতে অবশ্যই মনোযোগ দিবেন।
  • আপনি নিয়মিত নেটে যুক্ত থাকুন এবং কাজের জন্য সার্চ করুন।
  • কাজের জন্য বিভিন্ন ক্লাইন্ট দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করুন।

প্রশ্নোত্তর পর্ব

আপ ওয়ার্ক Upwork  করে কি আয় করা যায়?

আপ ওয়ার্ক Upwork হল বিশ্বজুড়ে একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আর আপনি এই মার্কেটপ্লেস এ কাজ করে খুব সহজেই ইনকাম করতে পারবেন অর্থাৎ আয় করতে পারবেন কারণ ফ্রিল্যান্সিং হল একটি মুক্ত পেশা বা স্বাধীন পেশা ফ্রিল্যান্সিং হল এমন একটি পেশা যা যে পেশায় আপনি আপনার ইচ্ছামত সময় নিয়ে কাজ করতে পারবেন।

আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেসে আপনি বায়ারের কাছ থেকে কাজ নিয়ে করতে পারবেন এখানে আপনি যতটা দক্ষ হয়ে কাজ করতে পারবেন ততটা বেশি ইনকাম করতে পারবেন। আর এই পেশায় যেহেতু আপনি একজন স্বাধীন মানুষ তাই আপনি কোন বায়ারের কাজ নিবেন এবং কোন কোম্পানির বা বাজারের কাজ নিবেন না তা আপনি নির্ধারণ করতে পারবেন এবং আপনার সুবিধা মত সময় এসেই কাজগুলো করতে পারবেন।

তাহলে নিশ্চয়ই আপনি আপনার উত্তর খুঁজে পেয়েছেন মনে রাখবেন আপ ওয়ার্ক Upwork হল এমন একটি মার্কেটপ্লেস যেখানে আপনি সঠিকভাবে কাজ করতে পারলে খুব সহজেই ইনকাম করতে পারবেন।

আপ ওয়ার্ক Upwork কতটা নিরাপদ?

আপ ওয়ার্ক Upwork হলো বিশ্বব্যাপী একটি অনলাইন মার্কেটপ্লেস এখানে লক্ষ লক্ষ লোক কাজ করে।আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস এ লক্ষ লক্ষ লোক কাজ করলেও এখানে কিন্তু দক্ষ লোকের দ্বারা কাজগুলো সম্পাদিত হয়ে থাকে তবে অনলাইন মার্কেটপ্লেসে সব সময় সচেতন থাকা জরুরী আপনি যদি চোখ কান খোলা রেখে কাজ করতে পারেন তাহলে আপনার জন্য আপ ওয়ার্ক Upwork মার্কেটপ্লেস ততটাই নিরাপদ যতটা আপনি নিরাপদ থাকতে পারবেন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url