একটি ঝড়ের রাত - অনুচ্ছেদ সম্পর্কে জেনে নিন

অনুচ্ছেদ বাংলা দ্বিতীয় পত্রের একটি অবিচ্ছেদ্য অংশ। আমাদের শিক্ষার্থীদের সকল পরীক্ষায় অনুচ্ছেদ লিখতে আসে তাই আমি  একটি ঝড়ের রাত - অনুচ্ছেদ যথাযথভাবে লিখার চেষ্টা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের যে কোন পরীক্ষায় এই  একটি ঝড়ের রাত - অনুচ্ছেদ লিখতে পারো।

Image

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রেখো প্রতিটি পরীক্ষায় তোমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। আর অনুচ্ছেদ লেখার সময় অবশ্যই কবিতার কিছু অংশ তুলে ধরার চেষ্টা করবে এতে করে তোমরা বেশ ভালো নম্বর পাবে। নিচে তোমাদের জন্য  একটি ঝড়ের রাত - অনুচ্ছেদ যথাযথভাবে লিখা হলো।

একটি ঝড়ের রাত - অনুচ্ছেদ 

দেখ রে চেয়ে নামলো বুঝি ঝড়,

ঘাটের পথে বাঁশের শাখা ঐ করে ধড়ফড়।

ঝড় মূলত একটি প্রাকৃতিক দুর্যোগ যা প্রাকৃতিক শক্তি এবং উত্তাপের একটি বহিঃপ্রকাশ। কিন্তু এই ঝড় আমাদের জীবনের একটি বড় অভিজ্ঞতা নিয়ে আসে। ঝড় আমাদের মনে নিয়ে আসে ভয় এবং শঙ্কা। এটি আমাদের জীবনকে নতুন করে রাত দিনের উপলব্ধি করতে শেখায়। যখন ঝড়ো হাওয়া শুরু হয় তখন আতঙ্ক এবং শঙ্কায় আমাদের মন পরিপূর্ণ হয়ে যায়। চারিদিকে শুধু ভয়ংকর শব্দ শোনা যায় কারণ বাতাসে থাকে প্রবল বেগ। সারা আকাশ মেঘে ঢেকে থাকে।

আরো পড়ুনঃ আমার প্রাত্যহিক জীবন - অনুচ্ছেদ সম্পর্কে জেনে নিন

যখন ঝড় আসে তখন প্রকৃতিকে যেন চেনাই যায় না, মনে হয় বিষণ্ণ ভাব নিয়ে রয়েছে। শুধু ঝড় থাকে তা নয়, এর সাথে থাকে বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি যা আমাদের মনে ভীতসঞ্চার করে। মনে হয় সব কিছু যেন মড়মড় করে ভেঙ্গে পড়ছে যদিও ঝড় মাত্র দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হয় বা কখনো তার চেয়ে কম সময়ে স্থায়ী হয়। কিন্তু ঝড়ের পরে চারিদিকে ধ্বংসলীলা দেখলে মন হাহাকার হয়ে ওঠে। অনেক লোক ঘরবাড়ি হারিয়ে গৃহহারা ও অসহায় হয়ে পড়ে।

আরো পড়ুনঃ   অনুচ্ছেদ - সেরা ৫০ টি - অনুচ্ছেদ সম্পর্কে জেনে নিন

ঝড় সাধারণ চৈত্র এবং বৈশাখ মাসের দিকে সবচেয়ে বেশি সংঘঠিত হয়। ঝড়ের সময় সবচেয়ে বেশি ভয়াবহ রূপ দেখা যায় বাতাসের প্রবল বেগের এবং সেই মুহূর্তে ঘরের ভেতরে বসে থাকলেও মনে হয় যেন পুরো বাড়িটাই উড়ে যাচ্ছে। জানালা দরজা গুলো বাতাসের তীব্র ধাক্কায় মুহূর্তের মধ্যে কেঁপে ওঠে। আর এই সময় বৃষ্টির ফোঁটা গুলো যেন ছুরি হয়ে ভূপৃষ্ঠে আঘাত হানে। আর বৈশাখ মাসে ঝড় হয় বলে এ সময় গাছে গাছে আম থাকে তাই তো কবি বলেছেন -

আমবাগানেতে গিয়ে -

কাজ নেই আজ,

ডরে বুক কাঁপে শুনে

ঝড়ের আওয়াজ।

শেষ কথা

ঝড় শব্দটি আমাদের কাছে একটি আতঙ্কের নাম। আর ঝড়ের রাত হল সবচেয়ে ভয়ংকর একটি রাত। আর ঝড়ের রাত শুধু একটি প্রাকৃতিক ঘটনা তা নয়, এটি মানুষের জীবনের নতুন দিক ভাবতে শেখায়। আমাদের প্রকৃতির অপরূপ শক্তি এবং সৌন্দর্যের মিল বন্ধন ও তুলে ধরে এই ঝড়। ঝড়ের পরবর্তী সময় আমাদের জীবনের চলার পথের একটি বাস্তব প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে কারণ ঝড় মুহুর্তের মধ্যে সব কিছু তছনছ করে দিয়ে যায়। তাই তো কবি বলেছেন -

আরো পড়ুনঃ  ভোরে ঘুম থেকে উঠার গুরুত্ব - অনুচ্ছেদ সম্পর্কে জেনে নিন

শালবনে হুল্লোড় -

ওই এলো ঝড়,

মাঠ ছেড়ে তাড়াতাড়ি

চল্ ভাই ঘর।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url