থাই গ্লাস এর দাম বিস্তারিত জেনে নিন

আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন! আশা করি সবাই খুব ভাল আছেন। আপনারা যারা নতুন বাড়ি করেন বা নতুন কোন শোরুম করতে চান তখন আপনাদের থাই গ্লাসের অনেক প্রয়োজন হয়। আর আপনি যদি আপনার বাড়ি বা শোরুম কে সুন্দর ভাবে সাজাতে চান তাহলে থাই গ্লাস এবং দরজা আপনাকে কিনতে হবে। 

Image

আর এজন্যই হয়তো আপনারা থাই গ্লাসের দাম সম্পর্কে জানতে চেয়েছেন। আমি আজকে থাই গ্লাস জানালার দাম ২০২৪ সম্পর্কে আলোচনা করব।

থাই গ্লাস এর দাম 

বর্তমানে বাড়ি করতে গেলে সবাই নিজের স্বপ্নের বাড়িটিকে অনেক সুন্দর ভাবে সাজানোর চেষ্টা করেন যার কারণে বাসা বাড়ি হোক অথবা শোরুম হোক জানালাগুলোতে থাই গ্লাস ব্যবহার করা হয়। আর এজন্যই বাংলাদেশের থাই গ্লাসের দাম আমাদের আগে থেকেই জেনে নেওয়া উচিত। আমরা যদি বিভিন্ন ব্রান্ডের থাই গ্লাসের এবং দরজার দাম সম্পর্কে জেনে থাকি তাহলে আমরা নিজেদের বাজেটের মধ্যে আমাদের বাড়ি এবং শোরুমকে খুব সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারব।

সুন্দর বাড়ি একটি সুন্দর রুচির পরিচয় বহন করে। এছাড়াও যারা সৌখিন মানুষ রয়েছেন তারা সাধারণত নিজের বাড়িকে অনেক সুন্দর করে সাজিয়ে তুলতে পছন্দ করেন। আর থাই গ্লাস সুন্দরের প্রতীক বহন করে। আপনারা যদি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের থাই গ্লাসের দরজা এবং জানালার ডিজাইন এবং দাম খুজে থাকেন তাহলে আমার আজকের আর্টিকেলটি আপনাদের জন্য। তাহলে বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক বিভিন্ন ডিজাইনের থাই গ্লাস সম্পর্কে।

আমরা যখন কোন বাড়ি তৈরি করি তখন বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য জানালাগুলোতে এবং অনেক সময় দরজা গুলোতেও থাই গ্লাস লাগিয়ে থাকি। তবে বাংলাদেশে বর্তমানে থাই গ্লাসের দাম পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পুরো বিশ্বের উর্ধ্ব দ্রব্য মূল্যের জন্য অন্যান্য জিনিসের সাথে তালে তাল মিলিয়ে তাই গ্লাস এবং জানালার দামও বৃদ্ধি পেয়েছে। তাই আপনি যখন থাই গ্লাস কিনার চিন্তা করবেন তখন অবশ্যই কোন পরিচিত ব্যক্তির কাছ থেকে এবং বিভিন্ন দোকান যাচাই-বাছাই করে তারপরে কেনার সিদ্ধান্ত নিবেন।

আরো পড়ুনঃ কম দামে ভালো মানের মোবাইল কিনুন 

এক স্কয়ার ফিট থাই গ্লাস এর দাম যখন পূর্বে ছিল ৩৫০ থেকে ৪০০ টাকার মধ্যে কিন্তু বর্তমান সময়ের দাম বৃদ্ধির কারণে আপনাকে সেই এক স্কয়ার ফিট থাই গ্লাস কিনতে হবে ৪০০ থেকে ৪৫০ টাকার মধ্যে। মাত্র কিছুদিনের ব্যবধানে এক স্কয়ার ফিট থাই গ্লাসের দাম বৃদ্ধি পেয়েছে ৪০ থেকে ৫০ টাকা। তবে বর্তমানে বাজার মূল্য আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি বাংলাদেশের যে ব্র্যান্ডেরই থাই গ্লাস কিনেন না কেন ৫ থেকে ৬ ফিট থাই গ্লাস কিনতে 

আপনাকে পাঁচ থেকে ছয় হাজার টাকা খরচ করতে হতে পারে। আবার যদি আপনি বিদেশি ব্রান্ডের কোন থাই গ্লাস কিনতে চান তাহলে ওই একই মাপের থাই গ্লাস কিনতে আপনাকে বিশ ২০,০০০ হাজার টাকার উপরেও খরচ করতে হতে পারে। আমি বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ডগুলোর থাই গ্লাসের দাম উল্লেখ করার চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন।

নাসির ব্র্যান্ডের থাই গ্লাসের দাম

বাংলাদেশের যতগুলো জনপ্রিয় থাই ব্রান্ড রয়েছে নাসির ব্র্যান্ড হলো তার মধ্যে অন্যতম একটি নাম। ঘরের দরজা, জানালা তৈরি করতে নাসির গ্লাসের জুড়ি মেলা ভার। আপনি যদি রয়েল ব্লু থাই গ্লাস পছন্দ করেন তাহলে আপনি নিশ্চিন্তে নাসির ব্রান্ডের থাই গ্লাস কিনতে পারেন। আর বেশিরভাগ মানুষই বর্তমানে রয়েল ব্লু কালারের নাসির ব্র্যান্ডের থাই গ্লাসই পছন্দ করে থাকেন। তবে পছন্দর ব্যাপারটা তখনই সার্থকতা পায় যখন আপনার কাছে সেই পরিমাণ টাকা থাকে।

এর পরেও আপনি যখন আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর ভাবে সাজাতে চাইবেন তখন অবশ্যই একটি দীর্ঘস্থায়ী এবং টেকসই মানের থাই গ্লাস কিনতে চাইবেন আর এক্ষেত্রে আপনাকে অবশ্যই ব্র্যান্ডে থাই গ্লাস কিনতে হবে। যদিও নাসির ব্র্যান্ডের থাই গ্লাসের দাম একটু বেশি কিন্তু অধিকাংশ মানুষ নাসির থাই গ্লাস পছন্দ করে। আর আপনি এই থাই গ্লাস আপনার পছন্দের তালিকায় স্থান দিতে পারেন।

আরো পড়ুনঃ বিশ্বের সেরা বাইক  - বিশ্বের সেরা ১০ টি দামি বাইক

আপনি যদি নাসির ব্রান্ডের থাই গ্লাস কিনতে চান তাহলে আপনাকে প্রতি এক স্কয়ার ফিট থাই গ্লাসের জন্য খরচ করতে হবে ৪৬০ থেকে ৪৮০ টাকার মধ্যে। আর আপনি যদি আপনার ঘরের দরজা বা জানালা একটু বড় করেন সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে ছয় ৬ থেকে সাত ৭ ফিট থাই গ্লাস কিনতে হতে পারে আর এক্ষেত্রে আপনার খরচ পড়বে সর্বনিম্ন ৭ থেকে ৮ হাজার টাকা।

নাসির ব্যান্ডের থাই গ্লাসের বেশ কিছু কালার পাওয়া যায় তবে সাধারণত নেভি ব্লু এবং মার্কারি কালার সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যার কারণে এই থাই গ্লাস গুলোর কালারের জন্য আলাদা আলাদা দাম হয়ে থাকে। আর এক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বাজেটের কথা মাথায় রেখে বিভিন্ন দোকান যাচাই-বাছাই করে নাসির ব্যান্ডের থাই গ্লাস কিনতে পারেন।

কাই ব্রান্ডের থাই গ্লাস এর দাম

বাংলাদেশে থাই গ্লাসের আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো কাই ব্রান্ড। আপনি যদি আপনার বাড়িতে থাই গ্লাসের দরজা জানালা লাগাতে চান তাহলে নিশ্চিন্তে কাই ব্র্যান্ডের থাই গ্লাসের ওপর ভরসা করতে পারেন। কারণ অন্যান্য ব্রান্ডের দরজা জানালার চেয়ে কাই ব্র্যান্ডের থাই গ্লাসগুলো আপনার পছন্দের তালিকায় শীর্ষস্থান দখল করতে পারে। আর আপনি যদি আপনার স্বপ্নের বাড়িটিকে খুব সুন্দর ভাবে সাজাতে চান তাহলে চোখ বন্ধ করে লাগিয়ে ফেলুন কাই ব্রান্ডের থাই গ্লাসের দরজা জানালা।

কিছুদিন পূর্বেও এই কাই ব্র্যান্ডের থাই গ্লাসের এর দাম কম ছিল কিন্তু বর্তমানে সবকিছুর দামের সাথে তাল মিলিয়ে কাই ব্র্যান্ডের থাই গ্লাসের দাম ও বাজারে কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাই এক্ষেত্রে আপনি যদি কাই ব্রান্ডের ৪ ফিট থাই গ্লাস কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে পাঁচ ৫ থেকে ছয় ৬ হাজার টাকা। আর এক্ষেত্রে যদি আপনি আপনার বাড়ির জানালার জন্য চার ৪ ফুট বা সাড়ে ৪ ফুট থাই গ্লাস কিনতে চান তাহলে আপনাকে গুনতে হবে প্রায় ছয় ৬ থেকে সাত ৭ হাজার টাকা।

তবে আপনি যে ব্রান্ডেরই থাই গ্লাস এর জানালা বা দরজা কিনেন না কেন বাজারের মূল্য তালিকা দেখে এবং আপনার বাজেটের উপর নির্ভর করে বিভিন্ন দোকান যাচাই-বাছাই করে তারপর কিনবেন। মনে রাখবেন, আপনার স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজাতে অবশ্যই সুন্দর জিনিস প্রয়োজন। তবে শুধু সুন্দর হলেই হবে না টিকসই হতে হবে। তাই অবশ্যই ভেবেচিন্তে সিদ্ধান্ত নিবেন।

থাই গ্লাসের দরজার দাম

আপনি আপনার স্বপ্নের বাড়ির জন্য যদি থাই গ্লাসের দরজায লাগাতে চান তাহলে আপনাকে থাই গ্লাসের ডিজাইন এবং দাম সম্পর্কে জানতে হবে এবং আপনার যদি ডিজাইনগুলো পছন্দ হয়ে থাকে তাহলে বিভিন্ন ব্র্যান্ডের থাই গ্লাস রয়েছে যেগুলো আপনি কিনতে পারেন। তবে থাই গ্লাসের দাম কেমন হতে পারে তা আপনাকে জানতে হবে এবং আপনার বাজেটের মধ্যে আপনাকে পছন্দ করে থাই গ্লাস লাগাতে হবে। কারন আমাদের শখের সাথে সাধ্য ও প্রয়োজন।

কথায় বলে শখের তোলা ৮০ টাকা। তাই শখের জিনিসের দাম কখনই বেশি ভাবতে নেই। আর আপনাকে অবশ্যই এ কথা মাথায় রাখতে হবে যে এগুলো হল এমন এক ধরনের জিনিস যার দাম কখনই স্থায়ী থাকে না। এগুলো বিভিন্ন সময় হুট করে যেমন দাম বেড়ে যায় আবার দেখা যায় দাম কিছুটা কমে যায়। তবে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাম কমার সম্ভাবনার চাইতে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি। বিশেষ করে দেশের বাইরে থেকে যেসব থাই দরজা জানালাগুলো আসে সেগুলোর দাম আরো বেশি হয়ে থাকে। তাই আপনাকে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিতে হবে।

আরো পড়ুনঃ বিশ্বের সেরা দশ (১০) টি বিমানবন্দর সম্পর্কে জেনে নিন

আমরা জানি সাধারণত জানালার চেয়ে দরজা গুলো একটু বেশি বড় হয় তাই অবশ্যই জানালার চাইতে দরজার থাই আপনাকে একটু বেশি কিনতে হবে এবং এর জন্য আপনাকে একটু বেশি খরচ করতে হবে। তবে আগের তুলনায় বর্তমান সময়ে প্রতি স্কয়ার ফিটে ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আপনি যদি একটি দরজার জন্য থাই গ্লাস কিনতে চান সে ক্ষেত্রে আপনাকে ৭ ফিটের একটি দরজার জন্য খরচ করতে হবে ৮ থেকে ৯ হাজার টাকা। তবে আপনার দরজার মাপ যদি আরো বড় হয় তাহলে আপনার খরচের পরিমাণ আরো বাড়বে।

বাংলাদেশে অনেক ব্র্যান্ডের থাই গ্লাসের দরজা আপনি কিনতে পারবেন। তবে যে ব্র্যান্ডের থাই গ্লাসের দরজা কিনেন না কেন আপনাকে এই পরিমাণ টাকা খরচ করতেই হবে। আর যদি আপনি দেশের বাইরের কোন কোম্পানির দরজা কিনতে চান সে ক্ষেত্রে ৭ ফিটের দরজার জন্য আপনাকে খরচ করতে হবে কমপক্ষে প্রায় ২০ হজার টাকা বা তারও বেশি। তবে আগামীতে আপনাকে এর চেয়েও বেশি দামে থাই গ্লাসের দরজা জানালা কিনতে হতে পারে।

থাই গ্লাসের জানালার দাম

আপনি যখন একটি বাড়ি করবেন তখন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য অবশ্যই সেই ধরনের উপকরণ খুজে থাকেন আর এমনই একটি উপকরণ হল থাই গ্লাস যা আপনার ঘরের দরজা বা জানালায় লাগালে আপনার ঘরের সৌন্দর্য আরো বৃদ্ধি পায়। আর এক্ষেত্রে ঘরের জানালা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণত ঘরের ভিতরে আলো বাতাস জানালা দিয়ে সবচেয়ে বেশি প্রবেশ করে তাই আপনাকে অবশ্যই জানালার জন্য ভালো মানের থাইয়ের ব্রান্ড নির্বাচন করতে হবে।

আর আপনি যদি ভালো ব্রান্ডের বা কোম্পানির থাই পছন্দ করে থাকেন এক্ষেত্রে আপনাকে সেই কোম্পানির থাইগুলোর দাম জানাও গুরুত্বপূর্ণ। বাংলাদেশে বেশ কিছু থাই কোম্পানি রয়েছে যেগুলো বেশি উন্নত মানের এবং এর জনপ্রিয়তা অনেক বেশি। তবে জলবায়ু পরিবর্তনের কারণে আপনাকেও থাই গ্লাস লাগানোর ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন কোম্পানির থাই গ্লাস সবচেয়ে ভালো এবং টিকসই যা আপনার ঘরের জন্য দীর্ঘস্থায়ী হবে।

তবে বাংলাদেশের সবচেয়ে দুটি জনপ্রিয় থাই গ্লাস ব্র্যান্ড হল নাসির এবং কাই ব্রান্ড। এক্ষেত্রে প্রতিটি ব্রান্ডের থাই গ্লাসের দাম পূর্বের চেয়ে ৫০ থেকে ৬০ টাকা বৃদ্ধি পেয়েছে। আর আপনি যদি আপনার জানালায় থাই গ্লাস লাগাতে চান এবং আপনার জানালার মাপ যদি চার ৪ থেকে সাড়ে চার ফুট হয়ে থাকে এক্ষেত্রে আপনার সাড়ে চার ফিট সাইজের জানালার জন্য থাই গ্লাস কিনতে খরচ হতে পারে পাঁচ ৫ থেকে ছয় ৬ হাজার টাকা বা কখনো ছয় ৬ থেকে সাত ৭ হাজার টাকা হতে পারে।

৫ মিলি থাই গ্লাসের দাম

আমাদের বাসা বাড়িতে সাধারণত জানালায় যে থাই গ্লাসগুলো ব্যবহার করা হয় তা বেশিরভাগ ক্ষেত্রেই ৫ মিলিমিটার সাইজের হয়ে থাকে। তবে আপনি যদি চান এর চেয়ে মোটা সাইজের থাই গ্লাস আপনার ঘরের দরজা বা জানালার জন্য ব্যবহার করতে পারেন। তবে পাঁচ ৫ মিলি থাই গ্লাসের দাম কিছুটা কম এবং এই থাই গ্লাসগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাই আপনি আপনার বাসা বাড়ি বা শোরুমের জন্য জানালা বা দরজায় ব্যবহার করতে পারেন ৫ মিলি থাই গ্লাস।

আরো পড়ুনঃ ফ্রিজ - কেনার আগে পনেরোটি (১৫) টি বিষয় সম্পর্কে জেনে নিন

বর্তমানে বাজারে অনেক কোম্পানি রয়েছে যে কোম্পানি থেকে আপনি থাই গ্লাস গুলো কিনতে পারেন। তবে উন্নত মানের থাই গ্লাসগুলো কিনতে হলে আপনাকে ৫ মিলি থাই গ্লাসের জন্য প্রতি স্কয়ার ফিটে খরচ করতে হতে পারে ১৫০ থেকে ২০০ টাকার মধ্যে। তবে বর্তমানে সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে থাই গ্লাসের দাম কিছুটা বাড়তে পারে। তাই আপনি অবশ্যই বেশ কয়েকটি দোকান দেখে যাচাই-বাছাই করে তারপরে কেনার সিদ্ধান্ত নিবেন।

১০ মিলি থাই গ্লাসের দাম

আপনি যদি আপনার স্বপ্নের বাড়ির নিরাপত্তা একটু বেশি চান বা একটু ভালো মানের থাই গ্লাস ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনাকে আবহাওয়ার সাথে সঙ্গতি রেখে থাই গ্লাস নির্বাচন করতে হবে এবং এই থাই গ্লাসগুলো শক্ত কিনা এবং টিকসই কিনা সেগুলোও আপনাকে যাচাই বাছাই করে নিতে হবে। আর এক্ষেত্রে আপনি ১০ মিলি থাই গ্লাস ব্যবহার করতে পারেন। মনে রাখবেন, যে প্রোডাক্টগুলো ভালো তার দামও একটু ভালো হবে এটাই স্বাভাবিক। 

তাই আপনাকে ১০ মিলি থাই গ্লাস কিনতে হলে প্রতি স্কয়ার ফিটে গুনতে হবে ৩০০ থেকে ৪০০ টাকা বা এর চেয়ে বেশিও হতে পারে। আর আপনি যদি মনে করেন বিদেশি কোন ব্রান্ডের থাই কিনবেন এক্ষেত্রে আপনাকে আর একটু বেশি টাকা খরচ করতে হতে পারে। তবে আপনার বাজেটের উপর নির্ভর করে আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে আপনি দেশের কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন না বিদেশি কোম্পানির প্রোডাক্ট ব্যবহার করবেন।

থাই গ্লাস জানালার ডিজাইন


থাই গ্লাস স্টিকার

আমরা যখন আমাদের স্বপ্নের বাড়িতে থাই গ্লাসের জানালা এবং দরজা লাগিয়ে থাকি তখন এর ওপরে বিভিন্ন ধরনের স্টিকার ও আমরা লাগায়। কারণ স্টিকার এই থাই গ্লাসের সৌন্দর্য আরো বহু গুণ বাড়িয়ে দেয়। তবে আপনি বাজারে গেলে বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দেশের অর্থাৎ দেশি-বিদেশি বিভিন্ন ধরনের থাই গ্লাস স্টিকার পেয়ে যাবেন। তবে অধিকাংশ ক্ষেত্রে দেশি প্রোডাক্টের সঙ্গে চায়না থাই গ্লাস স্টিকার ব্যবহার করা হয়ে থাকে। 

আপনি যদি আপনার ঘরের দরজা বা জানালার থাই গ্লাসের ওপর স্টিকার লাগাতে চান তাহলে আপনার দরজা জানালার মাপ যদি ৪ ফিট, সাড়ে চার ফিট বা ৫ ফিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনি যদি চায়না থাই গ্লাস স্টিকার নিয়ে থাকেন তাহলে প্রতি স্কয়ার ফিটের জন্য আপনাকে গুনতে হবে ২0 টাকা বা এর চেয়ে একটু বেশি। তবে আপনার ঘরের থাই গ্লাসগুলো বৃষ্টির পানি এবং বিভিন্ন ধুলাবালি থেকে রক্ষা করতে এই স্টিকার গুলো আপনি ব্যবহার করতে পারেন।

আর এই স্টিকারগুলোর স্থায়িত্ব হয়ে থাকে ২0 থেকে ৩0 বছর বা কোন কোন ক্ষেত্রে ৪0 বছরও হতে পারে যা আপনি কল্পনাও করতে পারবেন না। তবে আপনি যদি আপনার ঘরে থাই গ্লাস স্টিকার লাগান তাহলে অবশ্যই ঘরের ভেতরের দিকে লাগানোর চেষ্টা করবেন এক্ষেত্রে এর স্থায়িত্ব বেশি হবে। আর আপনি যদি ৩ ফিট স্কয়ার ফিট জানালার জন্য থাই গ্লাস স্টিকার কিনতে চান তাহলে এগুলোর দাম পড়বে ১৫ টাকা স্কয়ার ফিট।

আরো পড়ুনঃ ফ্রিজ ব্যবহার করার ৫০টি সঠিক নিয়ম সম্পর্কে জেনে নিন

তবে আপনার জানালা যদি তিন ৩ ফিট, ৪ ফিট, ৫ ফিট বা ৬ ফিট হয়ে থাকে এক্ষেত্রে বিভিন্ন কোম্পানির প্রোডাক্ট এর উপর নির্ভর করে এর দাম। তাই স্টিকারগুলো ১৫ টাকা, ২০ টাকা এবং ৩০ টাকা স্কয়ার ফিট হতে পারে। আপনি আপনার ঘরের জানালায় স্টিকার ব্যবহার করলেও আপনাকে ঘরে পর্দা ব্যবহার করতে হবে। আর এই ইস্টিকার গুলো যদি আপনি আপনার জানালায় লাগান তাহলে বাইরের কোন লোক আপনার ঘরের ভেতরে দেখতে পাবে না।

 এক্ষেত্রে আপনার পছন্দের ওপর নির্ভর করবে আপনি কেমন দামের এই প্রোডাক্ট গুলো কিনতে চান। আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি এই স্টিকার গুলো কিনতে পারেন। মনে রাখবেন, স্টিকারের সাথে আঠা লাগানো থাকে তাই এই স্টিকার লাগানোর জন্য আলাদা কোন আঠা আপনাকে কিনতে হবে না। তবে আপনাকে অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি নিতে হবে কারণ এগুলো শ্যাম্পুর পানি দিয়ে বিশেষ কায়দায় লাগানো হয়। তাই অবশ্যই আপনি নিজে কখনোই লাগানোর চেষ্টা করবেন না।

থাই গ্লাসের কালার

আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে যেমন থাই গ্লাস প্রয়োজন তেমনি এর কালারও নির্ভর করে আপনার রুচির ওপর। তাই আপনি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের এবং বিভিন্ন কালারের থাই গ্লাস পেয়ে যাবেন। এর মধ্যে আমি কিছু থাই গ্লাসের কালার এবং এর দাম তুলে ধরার চেষ্টা করলাম। যেমন - সাদা, নেভি ব্লু, গ্রীন মার্কারি, অসীম ব্লু কালার, কফি কালার, গ্রীন কালিকা, সাদা এমব্রস কালার, মিরর গ্লাস, গ্রীন এমবোস গ্লাস সহ বিভিন্ন ধরনের গ্লাস আপনারা বাজারে কিনতে পারবেন।

কালার                           দাম

সাদা                               ৬০ টাকা (প্রতি স্কয়ার ফিট )

নেভি ব্লু                        ১১০ ,        ,, (দেশী)

গ্রীন মার্কারি                   ১১০ ,        ,,   (বিদেশী)

অসীম ব্লু কালার          ৮৫-৯০ ,    ,, (৫ মিলি)

কফি কালার                   ৮৫-৯০ ,   ,,       ,,

গ্রীন কালিকা                   ৫০ ,       ,,

সাদা এমব্রস কালার        ৬৫  ,       ,,

মিরর গ্লাস                        ৬৫  ,         ,,

গ্রীন এমবোস গ্লাস            ৫০ ,        ,,

থাই গ্লাসের কালার নির্বাচন একটি অনেক বড় বিষয়। তবে আপনার সাধ্যের মধ্যে আপনি কালার নির্বাচন করবেন এবং এর দাম দেখে বিভিন্ন দোকানে গিয়ে যাচাই-বাছাই করে আপনার পছন্দকে আপনি প্রাধান্য দিবেন। তবে আপনি যে কোম্পানির থাই গ্লাস কিনেন না কেন, অবশ্যই বেশ কয়েকটি দোকান দেখে যাচাই-বাছাই করে তারপর কিনবেন। কালার নির্বাচন করার ক্ষেত্রেও সতর্ক থাকবেন। মনে রাখবেন, কালার নির্বাচন আপনার রুচির পরিচয় বহন করবে।

থাই গ্লাসের চাকার দাম

আপনারা যখন আপনার ঘরে থাই গ্লাস লাগান তখন এর নিচে চাকা ব্যবহার করতে হয় আর এই চাকা গুলোর বিভিন্ন কোম্পানির রয়েছে যেগুলো আপনারা বাজারে দেখে কিনতে পারেন। ছোট থেকে বড় বিভিন্ন সাইজের পেয়ে যাবেন। তবে এর দাম শুরু হয় ৩৫ টাকা থেকে ৭0 টাকার মধ্যে। থাই গ্লাসের যেমন বিভিন্ন কোম্পানি রয়েছে তেমনি থাই গ্লাসের চাকার ও বিভিন্ন কোম্পানী রয়েছে। কোম্পানি ভেদে এবং চাকার ছোট বড় সাইজর ওপর নির্ভর করবে এর দাম। তবে আপনাকে বুঝে তারপরে লাগাতে হবে যেন বৃষ্টির পানিতে এবং দীর্ঘদিন ব্যবহারে এই চাকাগুলোতে মরিচা বা জং যেন না লাগে।

আমাদের শেষ কথা

প্রিয় পাঠক বিন্দু এতক্ষণ ধরে আমার আর্টিকেলটি ধৈর্য সহকারে পড়ার জন্য আপনাদের ধন্যবাদ আপনারা থাই গ্লাসের বিভিন্ন ডিজাইন দরজা জানালার দাম সহ বিভিন্ন তথ্য জানতে চেয়েছিলেন আমি আমার আরটিকালের মাধ্যমে আপনাদের জানতে চাওয়া গুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা আমার আর্টিকেলটি পড়ে থাই গ্লাসের দরজা জানালার দাম সহ যাবতীয় তথ্য জানতে পেরেছেন 

আমি আশা করি আমার এই পোস্টটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন আর যদি আমার পোস্টে পড়ে আপনারা উপকৃত হন এবং ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করতে ভুলবেন না

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url