ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায় জেনে নিন

আপনি ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে জানতে চান! তাহলে আর দেরি না করে আমার ওয়েবসাইটটি ভিজিট করুন। আমি আপনাদের জন্য অনলাইনে মামলা দেখার যাবতীয় বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে প্রিয় পাঠক বৃন্দ, আপনারা ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্ক যাবতীয় তথ্য জেনে নিন।

Image


ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে যদি আপনার জানা থাকে তাহলে আপনি খুব সহজেই তা জানতে পারবেন কারণ বর্তমান যুগ হল তথ্যপ্রযুক্তির যুগ। আর এই তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন হাতে নেই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। তাই আপনার নামে যদি মামলা হওয়ার কোন সম্ভাবনা থাকে তাহলে আপনি খুব সহজেই ঘরে বসে জেনে নিন আপনার নামে কোন মামলা আছে কিনা!

ঘরে বসে অনলাইনে মামলা দেখার উপায় 

আপনি যদি অনলাইনে মামলা দেখার উপায় সম্পর্কে বিস্তারিত জানেন তাহলে আপনার টাকা এবং সময় দুটোই বেঁচে যাবে কারণ ছোটখাট বিষয়ে জানার জন্য আপনাকে অযথা টাকা খরচ করে আর কোর্টে যেতে হবে না। আপনার ঘরে থাকা স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি মাত্র কয়েক মিনিটের মাধ্যমে মামলার বিস্তারিত তথ্য জানতে পারবেন। এমন অনেক সময় রয়েছে যখন আপনি নিজের মামলা আছে কিনা তা দেখতে গিয়ে হয়রানির শিকার হতে পারেন-

অর্থাৎ আপনি গ্রেফতার হতে পারেন। তাই এসব বিপদ থেকে রক্ষা পেতে আপনি অযথা কোর্টে গিয়ে জীবনের ঝুঁকি না নিয়ে ঘরে বসে দেখে নিন আপনার নামে মামলা আছে কিনা! বাংলাদেশে ন্যায়বিচারের লক্ষ্যে এবং জনসাধারণের ভোগান্তি কমানোর জন্য অনলাইনে মামলা অনুসন্ধান অ্যাপস অনেক আগেই চালু হয়েছে। আর এই অ্যাপসের মাধ্যমে আপনি ঘরে বসেই বারবার আদালতে বা কোর্টে না গিয়ে ঘরে বসেই আপনি আপনার মামলার সংক্ষিপ্ত আদেশ এবং শুনানি দেখতে পারবেন।

আরো পড়ুনঃ  বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র, ফোন নাম্বার ও ঠিকানা জেনে রাখুন

আর এক্ষেত্রে আপনার যা প্রয়োজন হবে তা হলো - বিভাগ, জেলা, থানার নাম এবং আপনার মামলার নম্বর। আর এই সকল তথ্য দিয়ে আপনি খুব সহজেই আপনার নামে মামলা আছে কিনা তা জানতে পারবেন।

  • অনলাইনে মামলা দেখার জন্য যা প্রয়োজন-
  • স্মার্ট ফোন, ল্যাপটপ বা কম্পিউটার।
  • আপনি যে স্থানে বসবাস করেন সেই স্থানের বিভাগ, জেলা, থানার নাম।
  • যে আদালতে মামলা দায়ের করা হয়েছিল উক্ত আদালতের নাম।
  • মামলার নাম্বার।
  • মামলার সাল।

আপনি থানায় যাওয়ার আগেই ফোন করে থানাতে আপনার নামে যে ব্যক্তি মামলা করতে পারে সন্দেহ মূলক সেই ব্যক্তির নাম দিয়ে জেনে নিতে পারেন আপনার নামে মামলা হয়েছে কিনা! আর যদি মামলা হয়ে থাকে তাহলে আপনি সেই নাম্বারটি অবশ্যই জোগাড় করবেন তাহলে আপনি অনলাইনে ওয়েবসাইট বা মোবাইল অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনার নামের তথ্য বের করতে পারবেন।

কয়টি উপায়ে মামলা দেখা যায়

আপনার নামে কোর্টে মামলা হয়েছে কিনা বা থানায় মামলা হয়েছে কিনা তা অনলাইনে আপনি সাধারণত দুইটি উপায়ে দেখতে পারবেন আর তা হলো -

My Court মোবাইল অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান।

Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান।

My Court মোবাইল অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান বা মামলা দেখার নিয়ম

আপনার নামে মামলা হয়েছে কিনা আপনি ঘরে বসে খুব সহজে দেখতে পারবেন। এক্ষেত্রে আপনার হাতে যদি একটি স্মার্ট ফোন থাকে এবং ইন্টারনেট কানেকশন থাকে তাহলে আপনি খুব সহজে ঘরে বসে মাই কোট My Court এপ্লিকেশনের মাধ্যমে আপনার মামলাটি দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে যা করতে হবে তা হল -

প্রথমে আপনাকে আপনার মোবাইলে নেট কানেকশন দিতে হবে এবং google Play Store প্লে স্টোর থেকে My Court নামক এপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। এরপর আপনি নিচের দেয়া চিত্র গুলোর মত দেখতে পাবেন। 

Image

Image

এরপর আপনাকে মামলা অনুসন্ধান বাটনে ক্লিক করতে হবে এবং আপনি যখন মামলা অনুসন্ধান বাটনে ক্লিক করবেন তখন নিচের দেয়া চিত্রের মতো বাটন চলে আসবে।

Image

আপনি যখন "আমার আদালত" নামক এই চিত্র দেখতে পাবেন তখন এখানে কিছু তথ্য আপনাকে পূরণ করতে হবে। যেমন - আপনি কোন জেলায় বাস করেন এবং কোন বিভাগে এবং আপনার আদালতের নাম এবং সবশেষ মামলার নাম্বার এবং সাল একসাথে আপনাকে এগুলো বসাতে হবে। এরপর আপনি সমস্ত তথ্য যখন পূরণ করা শেষ হবে এবং অনুসন্ধান বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে নিচের দেওয়া চিত্র চলে আসবে।

Image

এই পেজে আপনি আপনার মামলার বাদী-বিবাদী এবং যাবতীয় তথ্য ইচ্ছে করলে দেখতে পারবেন। এরপর আপনি আবার অনুসন্ধানে ক্লিক করলে নিচের দেওয়া পেজ চলে আসবে যেখান থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন।


Image

এখানে আপনি আপনার মামলার বাদী বিবাদীর যাবতীয় তথ্য দেখতে পারবেন। এছাড়াও আপনি যদি আরও বিস্তারিত কিছু জানতে চান তাহলে আপনি দেখুন আপন বাটনে ক্লিক করবেন। তাহলে আপনি আপনার সমস্ত তথ্য জানতে পারবেন।

Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান বা মামলা দেখার নিয়ম

আপনার নামে মামলা হয়েছে কিনা আপনি যদি তা ঘরে বসে দেখতে চান তাহলে সরাসরি আপনি google ব্রাউজারে গিয়ে সার্চ বাটনে Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইট লিখে ক্লিক করবেন। তাহলে আপনার সামনে নিচে দেওয়া পেজের মত একটি পেজ চলে আসবে।

Image

এবার এই পেজ যখন আপনার সামনে চলে আসবে তখন মামলা অনুসন্ধানের ধরন এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে তবে এর আগে আপনাকে আপনার বিভাগ জেলা আদালতের ধরন আদাল ত যাবতীয় তথ্য পূরণ করে আদালত কোন সন্ধান করুন এই বাটনে ক্লিক করতে হবে এবং আপনি যখন এই বাটনে ক্লিক করবেন তখন আপনার সামনে নিচে দেওয়া পেজ প্রদর্শিত হবে।

Image


এই পেজের মাধ্যমে আপনি আপনার জেলা বিভাগ থানা যাবতীয় তথ্য দেখতে পারবেন এবং এই পূরণকৃত পেজে যখন আপনি কোন সন্ধানে ক্লিক করবেন তখন আপনার সামনে নিচের দেওয়া পেয়ে চলে আসবে যার মাধ্যমে আপনি আপনার মামলার যাবতীয় তথ্য জানতে পারবেন।

Image

প্রিয় সুধীবৃন্দ, আপনারা Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইট থেকে খুব সহজে আপনার মামলার যাবতীয় বিষয় জানতে পারবেন যদিও আপনারা মোবাইলে My Court মোবাইল অ্যাপস এর মাধ্যমে মামলা দেখতে পারবেন। কিন্তু সবচেয়ে সহজ হবে আপনাদের জন্য Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইট। আপনারা অযথা হয়রানির শিকার না হয়ে এখানে সেখানে ছুটে না বেরিয়ে খুব সহজেই ওয়েবসাইটের মাধ্যমে আপনার নামে মামলা আছে কিনা তা দেখে নিন।


এমন অনেক সময় আছে যখন আপনার নামে অনেক মিথ্যা মামলা থাকতে পারে এবং আপনি যদি সরাসরি থানায় গিয়ে মামলার খোঁজ নিতে চান তাহলে আপনি গ্রেফতার হতে পারেন। তাই আপনি কোন রকম রিক্স অবশ্যই নিবেন না। খুব সহজে ঘরে বসে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমেই আপনার নামে কোন প্রকার মামলা আছে কিনা তা দেখে নিন এবং হয়রানের শিকার থেকে বেঁচে থাকুন।

অনলাইনে মামলা দেখার সুবিধা

আমরা যে কোন কাজ করার আগেই আমাদের মাথায় একটা চিন্তা আসে আমরা এই কাজটা করব এতে আমাদের সুবিধা কি আর অসুবিধা কি তাহলে নিশ্চয়ই আমরা যে কোন কাজ করার আগে তার সুবিধা টাই বেশি দেখবো তাই না তো আসুন জেনে নেওয়া যাক অনলাইনে মামলা দেখার সুবিধাকি।

সবচেয়ে সহজ প্রক্রিয়া

বর্তমান যুগ হলো তথ্যপ্রযুক্তির যুগ আর এই তথ্যপ্রযুক্তির যুগে স্মার্টফোন কারো হাতে নেই এমনটি যেন ভাবায় যায় না সে ধনী হোক আর দরিদ্র হোক। প্রত্যেকের হাতে একটি স্মার্টফোন থাকে। আর অনলাইনে কোন কিছু দেখার জন্য আপনাকে দামি ফোন ব্যবহার করতে হবে এর কোন কথা নেই। আপনার হাতে একটা যে কোন মানের স্মার্ট ফোন থাকলেই আপনি ঘরে বসে খুব সহজে আপনার নামে কোন থানা বা হাইকোর্টে মামলা আছে কিনা তা খুব সহজে দেখে নিতে পারবেন।

আরো পড়ুনঃ

আর এক্ষেত্রে মোবাইল ফোন হল সহজ প্রক্রিয়া যা তে আপনি শুধু একটু নেট কানেকশন ব্যবহার করে খুব সহজেই ঘরে বসেই দেখতে পারবেন আপনার নামে মামলা রয়েছে কিনা। তাহলে আপনি অযথা হয়রানির হাত থেকে বেঁচে যাবেন।

সময় সাশ্রয়

আপনি যদি কোন কোর্টে বা থানায় গিয়ে আপনার নামে মামলা রয়েছে কিনা তা খোঁজ নিতে চান তাহলে তা হবে আপনার জন্য সময় সাপেক্ষ এক্ষেত্রে আপনি খুব সহজেই ঘরে বসে যে কোন সময় অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন আপনার নামে মামলা রয়েছে কিনা।

স্বচ্ছতা

আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার মামলাটা দেখেন তাহলে এর মধ্যে আপনার কোন অস্বচ্ছতা থাকবে না। আপনি খুব সহজে দেখতে পারবেন আপনার নামে মামলা হয়েছে কিনা আপনার মামলার বিষয়ে যাবতীয় তথ্য ঘরে বসে দেখতে পারবেন।

অর্থশাস্ত্রয়

আপনি যদি অনলাইনে এর মাধ্যমে ঘরে বসেই আপনার নামে কোন থানায় মামলা আছে কিনা দেখেন তাহলে আপনার অর্থ ওশ্রয় হবে। কারণ আপনার যাতায়াত একটা ভাড়া রয়েছে এবং আপনি যেখানে গিয়ে মামলা দেখেন না কেন দেখার জন্য আপনাকে মিনিমাম একটা চার্জ পরিশোধ করতে হতে পারে। আর আপনি যদি অনলাইনের মাধ্যমে আপনার মামলা দেখতে পারেন তাহলে আপনার অর্থ সাশ্রয় হবে।

থানায় মামলা দেখার উপায়

আপনি আপনার নামে কোন সাধারণ ডায়েরি যাকে জিডি বলা হয় এবং অন্য কোন মামলা রয়েছে কিনা যে মামলা এখনো আপনার কোর্টে উপস্থাপন হয়নি সেই সকল মামলা গুলো আপনাকে অবশ্যই থানায় গিয়ে দেখতে হবে। এক্ষেত্রে আপনি যা করতে পারেন তা হল -

সরাসরি থানায় যোগাযোগ

আপনি যদি থানার কোন মামলা জানতে চান তাহলে আপনাকে অবশ্যই সরাসরি থানায় গিয়ে সেগুলো জানতে হবে আপনি যে মামলাগুলো পটে উপস্থাপন করা হয়নি সেগুলো কখনোই অনলাইনে খুঁজে পাবেন না এক্ষেত্রে আপনার নিকটবর্তী থানায় গিয়ে আপনার নাম ঠিকানা যাবতীয় তথ্য দিয়ে আপনাকে জানতে হবে আপনার নামে কোন মামলা রয়েছে কিনা

উকিল বা আইনজীবীর সহায়তা নেওয়া

আপনি যদি মনে করেন আপনার নামে কোন থানায় ডায়েরি বা মামলা হতে পারে সেক্ষেত্রে আপনি সরাসরি থানায় গেলে গ্রেফতার হতে পারেন। এক্ষেত্রে আপনার সবচেয়ে নিরাপদ হবে আপনি একজন আইনজীবীর মাধ্যমে থানায় অবগত হবেন আপনার নামে কোন মামলা রয়েছে কিনা। মনে রাখবেন, একজন আইন সহায়তাকারী আপনাকে যাবতীয় বিষয়ে সহায়তা প্রদান করে থাকবেন।

আদালতে খোঁজ নেওয়া

আপনার নামে মামলা রয়েছে কিনা তা জানতে হলে আপনি থানায় গেলে অনেক সময় বিপদগ্রস্ত হতে পারেন সে ক্ষেত্রে আপনি অবশ্যই আদালতে গিয়ে খোঁজ নিতে পারেন। এক্ষেত্রে আদালতের বিভিন্ন কর্মকর্তাগণ রয়েছেন যারা আপনাকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা প্রদান করবেন।

কিভাবে মামলা চেক করতে হয়?

আমাদের দেশে বিভিন্ন সময় অনেক নিরপরাধ লোকের নামে ও মিথ্যা মামলা হয়ে থাকে। যে মামলাগুলো তাদের শুধু হয়রানি করার জন্য দেওয়া হয়। আর এই ক্ষেত্রে মামলাগুলো আপনারা যদি সরাসরি থানায় গিয়ে দেখতে চান তাহলে গ্রেফতার হওয়ার সম্ভাবনা থেকে যায়। তাই এক্ষেত্রে আপনাদের সবচেয়ে সহজ মাধ্যম হলো অনলাইনে ঘরে বসে মামলা দেখা।


এক্ষেত্রে আপনারা My Court মোবাইল অ্যাপস এর মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান এবং Causelist.Judiciary.gov.bd নামক ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে মামলা অনুসন্ধান করতে পারেন তাহলে আপনাদের কোন বিপদের আশঙ্কা থাকবে না।

আমার নামে মামলা আছে কি?

অধিকাংশ সময় মানুষের নামে অনেক মিথ্যা মামলা হয় এবং আপনার নামে যদি মনে করেন কোন মামলা হওয়ার সম্ভাবনা রয়েছে তাহলে আপনি তা খুব সহজেই অনলাইনের মাধ্যমে দেখে নিতে পারবেন। তবে যে মামলা গুলো শুধু কোর্টে উপস্থাপন করা হয়েছে সেই মামলাগুলোই আপনি অনলাইনের মাধ্যমে দেখতে পারবেন। তাই এক্ষেত্রে আপনাকে মামলা দেখতে হলে অবশ্যই নিকটস্থ থানায় গিয়ে অথবা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে 

আপনাকে জানতে হবে আপনার নামে মামলা রয়েছে কিনা। তবে এক্ষেত্রে যদি আপনার সন্দেহ থাকে আপনি থানায় গেলে গ্রেফতার হতে পারেন তাহলে আপনি অবশ্যই একজন আইনজীবীর সহায়তা নিতে পারেন। মনে রাখবেন, একজন আইনজীবী সব সময় আপনাকে সঠিক সিদ্ধান্ত দিয়ে থাকবেন আর আপনি এভাবে আপনার নামে মামলা আছে কিনা তা জানতে পারবেন।

কিভাবে অনলাইনে মামলা করা যায়?

অনেকের অনেক সময় মামলা করার প্রয়োজন হয় কিন্তু সব সময় থানায় যাওয়া সম্ভব হয় না। তাই আপনারা খুব সহজে তথ্যপ্রযুক্তির এই যুগে ঘরে বসে অনলাইনের মাধ্যমে মামলা করতে পারেন। এক্ষেত্রে আপনার যা প্রয়োজন হবে তা হলো একটি স্মার্ট ফোন, ল্যাপটপ অথবা ডেক্সটপ এবং আপনার নেট কানেকশন। আর মামলা করতে হলে  আপনাকে যা করতে হবে তা হলো -

  • আপনার ডিভাইসের গুগল ব্রাউজারে প্রবেশ করুন
  • বাংলাদেশ পুলিশ লিখে সার্চ করুন।
  • অনলাইন জিডি বা অভিযোগ বিভাগে প্রবেশ করুন।
  • আপনার সামনে একটি মামলার ফরম আসবে সেখানে আপনার প্রয়োজনীয় তথ্য লিখতে হবে।
  • এরপর আবেদন জমা দিন বাটনে ক্লিক করে আবেদন জমা দিতে হবে।

আমি আপনাদের সুবিধার জন্য যাবতীয় চিত্র তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হবেন। ফোনের গুগল ক্রোমে গিয়ে বাংলাদেশ পুলিশ লিখে সার্চ করুন এরপর নিচের পেজটি দেখতে পাবেন।

Image

তীর চিহ্নিত বাংলাদেশ পুলিশ অপশনে ক্লিক করুন। এরপর নিচের পেজটি দেখতে পাবেন।

Image


এরকম চিত্র যুক্ত পেজ সামনে এলে আপনি স্কুল করে নিচে আসুন নিচে আসলে যে অপশনটি দেখতে পারবেন তাতে ক্লিক করতে হবে।

Image


এরপর আপনি যদি অভিযোগ দাখিল অনলাইন আবেদন এই অপশনে ক্লিক করেন তাহলে নিচের অপশন টি দেখতে পাবেন।
Image


অভিযোগ দাখিল অপশনে ক্লিক করলে নিজের পেজটি চলে আসবে যেখানে আপনি অভিযোগ করতে পারবেন।

Image

Image

ওপরের ফরমটি পূরণ করে নিচে যে অভিযোগ বক্সটি দেখতে পাবেন সেখানে আপনি আপনার অভিযোগগুলো লিখবেন এরপরে মিসকল করে নিচে আসবেন।


Image

আই এম নোট এ রোবট I am not a Robot এই অপশনে ক্লিক করে টিক চিহ্ন দিবেন। এরপর অভিযোগ প্রেরণ এই অপশনে ক্লিক করলে আপনার অনলাইনে অভিযোগ দাখিল হয়ে যাবে।

শেষ কথা

প্রিয় পাঠক বৃন্দ, এতক্ষণ ধরে আমার আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা খুব সহজে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনাদের নামে কোন মামলা রয়েছে কিনা তা দেখে নিতে পারবেন। এক্ষেত্রে আপনারা মোবাইল এবং ওয়েবসাইট দুই পদ্ধতি ব্যবহার করে দেখে নিতে পারবেন। তবে মনে রাখবেন, 


আপনারা অনলাইনে মামলা দেখতে চাইলে যে মামলাগুলো আদালতে গৃহীত হয়েছে শুধু সেই মামলাগুলো দেখতে পারবেন। তাই অনলাইনে মামলা দেখার পাশাপাশি আপনারা আপনাদের নিকটস্থ থানায় খোঁজ নিয়েও আপনাদের মামলা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে পারেন।




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url