ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর জেনে নিন

আপনারা অনেকেই ইসলামিক সাধারণ জ্ঞান ও উত্তর খুঁজে থাকেন কারণ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর প্রয়োজন হয়। তাই আমি আপনাদের সুবিধার জন্য আলোকিত জ্ঞান এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর তুলে ধরার চেষ্টা করেছি।

Image

আপনারা যারা বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন তারা আমার এই প্রশ্নগুলো দেখতে পারেন। কারণ আমি আপনাদের জন্য ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর পর্যায়ক্রমে সাজিয়ে যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছি। এছাড়াও আমি কিছু ঝটপট প্রশ্ন এবং উত্তর লিখার চেষ্টা করেছি যা আপনাদের উপকারে আসবে।

ইসলামিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর 

১ . কোন নবীর সন্তান ভাই ও পিতা নবী ছিলেন

ক. হযরত দাউদ আঃ           খ. হযরত সুলাইমান আঃ 

গ. হযরত ইসহাক আঃ         ঘ. হযরত ইসমাইল আঃ

উত্তরঃ গ. হযরত ইসহাক আঃ  

২. জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার সময় কি বলবে

ক. বিসমিল্লাহ          খ. আল্লাহু আকবার 

গ. সুবহানাল্লাহ         ঘ. আলহামদুলিল্লাহ

উত্তরঃ ঘ. আলহামদুলিল্লাহ

৩. কোন সাহাবী দেখেছেন যে দাজ্জাল একটি দ্বীপে বন্দি অবস্থায় রয়েছে?

ক. হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আনহু             খ. হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু 

গ. আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তা'আলা আনহু         ঘ. তামিম আদ দারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু

উত্তরঃ ঘ. তামিম আদ দারী রাদিয়াল্লাহু তা'আলা আনহু

৪. দাজ্জাল অর্থ কি

ক. সত্যবাদী       খ. মিথ্যাবাদী     গ. দানশীল      ঘ. প্রতারক

উত্তরঃ   খ. মিথ্যাবাদী ।

৫. কয় শ্রেণীর মানুষকে কবরে কোন প্রশ্ন করা হবে না

ক.  ৫ শ্রেণীর     খ.৭ শ্রেণীর       গ.১০ শ্রেণীর    ঘ. ১৫ শ্রেণীর

উত্তরঃ ক.  ৫ শ্রেণীর ।

৬. পবিত্র কোরআনকে কত হিজরীতে ৩০ পারায় বিভক্ত করা হয়েছিল

ক. ৭০ হিজরীতে  খ. ৭৫ হিজরীতে  গ. ৮০ হিজরীতে  ঘ. ৯০ হিজরীতে

উত্তরঃ খ. ৭৫ হিজরীতে।

৭. মুক্তাকী শব্দের অর্থ কি?

ক. আল্লাহ ভীরু     খ. আমানতদার     গ. সত্যবাদী      ঘ. অঙ্গীকার পূরণকারী

উত্তরঃ ক. আল্লাহ ভীরু।

৮. প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশুদ্ধ আরবি ভাষা শিখেন কোথায়

 ক. ওহীর মাধ্যমে       খ. দুধ মা হালিমার গৃহে       গ. দাদা আব্দুল মুত্তালিব এর কাছে            ঘ. প্রাপ্তবয়স্ক হওয়ার পরে

উত্তরঃ খ. দুধ মা হালিমার গৃহে 

৯. নামাজ না পড়া কোন ধরনের গুনাহ?

 ক. কবিরা গুনাহ       খ. সগীরা গুনাহ      গ. মাকরুহ      ঘ. শিরক

উত্তরঃ  ক. কবিরা গুনাহ ।

১০. সর্বপ্রথম কে কুরআন কে মুসহাফ নামে নামকরণ করেন

ক. রাসূল সাঃ    খ. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু 

গ. হযরত ওমর রাযিআল্লাহু তা'আলা আনহু    ঘ. হযরত ওসমান রাদিয়াল্লাহু তা'আলা আনহু

উত্তরঃ খ. হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু ।

১১. হাদিস অনুযায়ী "আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ" বললে কত নেকী হয়?

ক. ১০ টি নেকী     খ. ২০ টি নেকী      গ. ২৫ টি নেকী        ঘ. ৪০ টি নেকী

উত্তরঃ  খ. ২০ টি নেকী

১২. ইবলিশ বান্দার (তার সঙ্গীদের) কোন পাপে বেশি খুশি হয়

ক. শিরিক করলে            খ. স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে 

 গ. মানব হত্যা করলে    ঘ. যিনা ব্যভিচার করলে

 উত্তরঃ  খ. স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটালে।

১৩. আশারায়ে মোবাশশারা সদস্যদের মধ্যে কে সর্বশেষ এই দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন বা মারা গিয়েছেন?

ক . হযরত ওবাইদা ইবনুল জাররাহ (রাঃ)         খ. সাদ বিন আবি ওয়াক্কাস (রাঃ)  

গ. তালহা  ইবনুল ওবায়দুল্লাহ (রাঃ)                  ঘ. জুবায়ের ইবনে আওয়াম (রাঃ)  

 উত্তরঃ  খ. সাদ বিন আবি ওয়াক্কাস (রাঃ)  

১৪. মসজিদে হারাম সংস্কার কালে একজন বাঙালি প্রকৌশলের নামে কোন দরজাটি নামকরণ করা হয়?

ক . বাবে সালাম       খ. বাবে মুরাদ     গ. বাবে ফাহাদ       ঘ. বাবে আজিম

 উত্তরঃ খ. বাবে মুরাদ

১৫. হুদায়বিয়াতে রাসুল (সাঃ) কতজন মুসলমানকে সাথে নিয়ে ছিলেন?

ক . ৭০০ জন       খ. ৯০০ জন      গ. ১২০০ জন      ঘ. ১৪০০ জন

 উত্তরঃ   ঘ. ১৪০০ জন

১৬. কোন নবীর উম্মত আল্লার আযাবের কারণে প্রত্যুষে তারা নিজ নিজ গৃহে উপর হয়ে মরে পড়েছিল?

ক . হযরত নূহ আঃ     খ. হযরত হুদ আঃ      গ. হযরত লুত আঃ      ঘ. হযরত সালেহ আঃ

উত্তরঃ ঘ. হযরত সালেহ আঃ।

১৭. কোন ধরনের রোজা রাখা ওয়াজিব?

ক . আশুরার রোজা     খ. শাওয়াল মাসের ছয় ৬ রোজা    গ. মান্নতের রোজা     

ঘ. আওবিন বীজের রোজা বা প্রতি চন্দ্র মাসের ১৩-১৪-১৫ তারিখের রোজা।

উত্তরঃ  গ. মান্নতের রোজা  ।

১৮. নিচের কোন আমল কারীর মর্যাদা মুজাহিদ, তাহাজুদ গুজার এবং সিয়াম পালনকারীর মত

ক . ইয়াতিমের তত্ত্বাবধায়ক                 খ. পিতা মাতার খেদমত কারী     

গ. বিধবা - মিসকিনদের সাহায্যকারী     ঘ. আল্লাহর সৃষ্টি জীবের প্রতি দয়া কারী

উত্তরঃ গ. বিধবা - মিসকিনদের সাহায্যকারী ।

১৯. রমজান মাসের ঈদের নামাজের পূর্বে রোজাদারেরা যে অর্থ দান করে তাকে ফিতরা বলা হয় এখন প্রশ্ন হল ফিতরা অর্থ কি

ক . দান করা     খ. সাদাকা করা    গ. খোলা বা ভেঙ্গে ফেলা     ঘ. উপঢৌকন দেওয়া

উত্তরঃ  গ. খোলা বা ভেঙ্গে ফেলা।

২০. হাশরের মাঠে যাওয়ার জন্য কার কবর সর্বপ্রথম বিদীর্ণ হবে?

ক . মোহাম্মদ (সাঃ) এর কবর              খ. হযরত আদম (আঃ) এর কবর

গ. হযরত ইব্রাহিম (আঃ) এর কবর      ঘ. হযরত মূসা (আঃ) এর কবর

উত্তরঃ ক . মোহাম্মদ সাঃ এর কবর ।

২১. পবিত্র আল কোরআনে এমন কিসের কথা বর্ণিত হয়েছে যে শ্বাস ছাড়ে কিন্তু তার প্রাণ নেই?

ক . চাঁদ        খ. সূর্য         গ. সকাল        ঘ. রাত

উত্তরঃ গ. সকাল।

২২. "স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত"এটি কোন ধরনের কথা -

ক . হাদিস       খ. আরবি প্রবাদ        গ. আছার           ঘ. কোনোটিই নয়

উত্তরঃ ঘ. কোনোটিই নয়।

২৩. রাসূল (সাঃ) মদিনায় হিজরতের সময় তার পথপ্রদর্শক কে ছিলেন?

ক . হযরত আবু বক্কর (রাঃ)                                    খ. আব্দুল্লাহ ইবনে মাসুদ (রাঃ)

গ. আব্দুল্লাহ ইবনে আরিকাত অললাইল (রাঃ)        ঘ. আব্দুল্লাহ ইবনে মাখরানা (রাঃ)

উত্তরঃ গ. আব্দুল্লাহ ইবনে আরিকাত অললাইল (রাঃ)।  

২৪. অধিকাংশ মানুষ কোন দুটি নিয়ামতের ক্ষেত্রে ধোকায় পড়ে যায়?

ক . সন্তান ও নিশ্চিত জীবন     খ. সুস্থতা ও অবসর      গ. মেধা সৎ বন্ধু    ঘ. অর্থ ও সম্মান

উত্তরঃ খ. সুস্থতা ও অবসর। 

২৫. পবিত্র আল কোরআনের আয়াত অনুযায়ী প্রত্যেকের মর্যাদা কিসের উপর নির্ভরশীল?

ক . তাকওয়া         খ. আমল         গ. সাদাকা        ঘ. ধৈর্য 

উত্তরঃ ক . তাকওয়া।

২৬. কার স্বপ্নের কারণে আযান ব্যবস্থার প্রবর্তন করা হয়?

ক . হযরত বেলাল  (রাঃ)         খ. আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বিহি  

গ. হযরত ওমর  (রাঃ)              ঘ. আব্দুল্লাহ ইবনে ওমর  (রাঃ) 

উত্তরঃ খ. আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে রাব্বিহি  (রাঃ)। 

২৭. হযরত আলী (রাঃ) এর উপাধি কি?

ক . সাইফুল্লাহ          খ. সিদ্দিক        গ. হায়দার        ঘ. যুন নূরাইন

উত্তরঃ গ. হায়দার।

২৮. কতজন ফেরেশতা কিয়ামতের দিন আল্লাহর আরশ বহন করবেন?

ক . ৪ জন          খ. ৮ জন           গ.১০ জন            ঘ. ১৫ জন

উত্তরঃ  খ. ৮ জন ।

২৯. পবিত্র কোরআনে কতটি শব্দ আছে?

ক . ৬0000 টি      খ. ৫৫ হাজার ৫৫৩টি     গ. ৭৭ লক্ষ ৪ হাজার ৩৯টি     ঘ. ৭০ হাজার ৫০০টি।

উত্তরঃ  গ. ৭৭ হাজার ৪ শত ৩৯টি ।

৩০. পবিত্র আল কোরআনের প্রথম সূরা সূরা আল ফাতিহায় মাগ"দুবি আলাইহিম বলতে কাদেরকে বোঝানো হয়েছে?

ক . অগ্নিপূজকদের       খ. ইহুদিদেরকে      গ. খ্রিস্টানদের      ঘ. সাহাবীদেরকে

উত্তরঃ  খ. ইহুদিদেরকে।

৩১. হস্তরেখা দেখানো এবং তার প্রতি বিশ্বাস স্থাপন করা কি?

ক . হারাম ও কবিরা গুনাহ      খ. মাকরু      গ. কুসংস্কার       ঘ. বিদাত

উত্তরঃ ক . হারাম ও কবিরা গুনাহ ।

৩২. পবিত্র আল কোরআনকে ৩০ পারায় বিভক্ত করা হয়েছিল কত হিজরীতে? 

ক . ৭০ হিজরীতে         খ.৭২ হিজরীতে      গ.৭৫ হিজরীতে       ঘ.৯০ হিজরীতে

উত্তরঃ গ.৭৫ হিজরীতে। 

৩৩. পবিত্র আল কোরআনে বর্ণিত " যুল কি ফল" অর্থ কি?

ক . সবরকারী ব্যাক্তি                 খ. ভরসাকারী ব্যক্তি     

গ. দায়িত্বপূর্ণ কারী ব্যক্তি           ঘ. ওয়াদা রক্ষাকারীব্যাক্তি

উত্তরঃ গ. দায়িত্বপূর্ণ কারী ব্যক্তি।   

৩৪. রাসূল (সাঃ) কতজন মহিলাকে শ্রেষ্ঠ জান্নাতি বলেছেন?

ক.  ২ জন           খ. ৪ জন           গ. ৫ জন          ঘ.৭ জন 

উত্তরঃ খ. ৪ জন।

৩৫. আরাফাতের পূর্ব নাম কি?

ক. ওয়া দিয়ে নামান    খ. ওয়া দিয়ে কুররহ      গ. ওয়া দিয়ে তু'য়া    ঘ. ওয়া দিয়ে মহাচ্ছাদ

উত্তরঃ ক. ওয়া দিয়ে নামান। 

৩৬. জান্নাতে হুরেরা যে গান শোনাবেন তাতে কত বছর কেটে যাবে?

ক. ৫০ বছর          খ. ৬০ বছর          গ. ৭০ বছর         ঘ. ৮০ বছর।

উত্তরঃ গ. ৭০ বছর।

৩৭. সর্বপ্রথম কে সুয়েজ খাল খননের নির্দেশ প্রদান করেন

ক. হযরত ওমর (রাঃ)                     খ. খলিফা আল মামুন   

 গ. খলিফা হারুনুর রশিদ               ঘ. ওমর ইবনে আব্দুল আযীয (রহঃ)

উত্তরঃ ক. হযরত ওমর (রাঃ)।   

৩৮. হযরত ওমর (রাঃ) এর খিলাফতকালে আফ্রিকা জয় করেন কে?

 ক. আমর ইবনুল আস (রাঃ)                 খ. খালিদ বিন ওয়ালিদ (রাঃ)

 গ. সাদ ইবনে আবি ওয়াক্কাস (রাঃ)        ঘ. জায়েদ বিন হারিসা (রাঃ)

উত্তরঃ  ক. আমর ইবনুল আস (রাঃ)। 

৩৯. এক সৌর বছরে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৬ মিনিট ২৪ সেকেন্ড হয়। এটি কোন মুসলিম মনীষী সর্বপ্রথম নির্ভুল ভাবে পরিমাপ করে দেখিয়েছেন?

ক. আল - খাওয়ারেজমী           খ. আল ফারাবী 

গ. নাসির উদ্দিন তুষী                ঘ. আল বাত্তানী

উত্তরঃ   ঘ. আল বাত্তানী।

৪০. পূর্ববর্তী উম্মতের সাথে উম্মতে মোহাম্মাদীর (সাঃ) পৃথিবীতে অবস্থানের সময়ের তুলনা কেমন -

ক. যোহর থেকে আসরের সালাত পর্যন্ত                    খ. আসরের সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত

গ. মাগরিবের সালাত থেকে এশার সালাত পর্যন্ত        ঘ. ঈশা থেকে ফজরের সালাত পর্যন্ত

উত্তরঃ   খ. আসরের সালাত থেকে সূর্যাস্ত পর্যন্ত।

৪১. রাসূল (সাঃ) মাটির তৈরি নাকি নূরের তৈরি এই বিতর্কের সমাধান রয়েছে কোন সূরায়?

ক. সূরা আল বাকারা      খ. সূরা  নিসা       গ. সূরা কাহাফ      ঘ. সূরা আল ইমরান

উত্তরঃ  গ. সূরা কাহাফ।

৪২. হাজরে আসওয়াদ ও কাবার দরজার মধ্যবর্তী স্থানটির নাম কি?

ক. মুলতাযাম       খ. মিযাবে রহমত       গ. হাতিমে কাবা           ঘ. মাতাফ

উত্তরঃ ক. মুলতাযাম। 

৪৩. আল্লাহ রাব্বুল আলামীন তাদের উদ্দেশ্যে বলেছেন যে," তোমরা খাও, পান কর কিন্তু অপচয় করোনা"।

ক. আদম সন্তান        খ. সাহাবীগণ         গ. মুমিনগণ       ঘ. নবী-রাসূলগণকে

উত্তরঃ ক. আদম সন্তান 

৪৪. দোয়া ইউনুস কোন সূরার আয়াত?

ক. সূরা আম্বিয়া       খ. সূরা ইউসুফ       গ. সূরা কাসাস      ঘ. সূরা ইউনুস

উত্তরঃ ক. সূরা আম্বিয়া ।

৪৫. ঘুমের কারনে সালাতের কোন ওয়াক্ত ছুটে গেলে করণীয় কি?

ক. পরের ওয়াক্তের সাথে আদায় করা       খ. পরের দিনে একই ওয়াক্তের সালাতের সাথে আদায় করা 

গ. ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা       ঘ. কিছু করণীয় নেই মনে করে সালাত না পড়া

উত্তরঃ গ. ঘুম থেকে উঠে সাথে সাথে সালাত আদায় করা ।

৪৬. রাসূল সাঃ এর জানাযার গোসল কোন দিন দেওয়া হয়?

ক. সোমবার             খ. মঙ্গলবার           গ. বুধবার                ঘ. শুক্রবার

উত্তরঃ  খ. মঙ্গলবার। 

৪৭. তাওয়াফের উদ্দেশ্যে মসজিদ হারাম শরীফে প্রবেশ করলে কোন কাজটি করা সুন্নাহ?

ক. দুই রাকাত সালাত আদায় করা                খ. তাওয়াফ করা 

গ. দুই রাকাত দুই রাকাত করে মোট চার রাকাত সালাত আদায় করা       ঘ. তালবিয়াহ পড়তে থাকা

উত্তরঃ   খ. তাওয়াফ করা। 

৪৮. সালাতের মধ্যে ইমাম সাহেব ভুল করলে পুরুষ মুত্তাদীগণ কী করবেন?

ক. সালাত ছেড়ে দিবেন                     খ. আল্লাহু আকবার বলবেন 

গ. জোরে জোরে কাশি দিবেন            ঘ. সুবহানাল্লাহ বলবেন

উত্তরঃ ঘ. সুবহানাল্লাহ বলবেন।

৪৯. কতক্ষণ পর্যন্ত মানুষের তওবা কবুল হয়?

ক. পাপ করার পরবর্তী ২৪ ঘন্টা পর্যন্ত        খ. শেষ নিঃশ্বাস পর্যন্ত 

গ. মৃত্যুর গড় গড়া শুরু হওয়া পর্যন্ত            ঘ. মৃত্যুর ২৪ ঘন্টা পূর্ব পর্যন্ত

উত্তরঃ গ. মৃত্যুর গড় গড়া শুরু হওয়া পর্যন্ত। 

৫০. দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কেমন?

ক.   ৪  ভাগের এক ভাগ          খ. ৭০ ভাগের এক ভাগ

গ. ১০০ ভাগের এক ভাগ          ঘ. ১০০০ ভাগের একভাগ

উত্তরঃ  খ. ৭০ ভাগের এক ভাগ।

৫১. তওবা করার জন্য কোন বিষয়টি জরুরী নয়?

ক. গুনহা থেকে বিরত হওয়া                         খ. গুনাহে লিপ্ত হওয়ার জন্য লজ্জিত হওয়া 

গ. ভবিষ্যতে আর গুনাহ না করার প্রতিজ্ঞা করা        ঘ. তওবার জন্য নির্দিষ্ট দোয়া পড়া

উত্তরঃ  ঘ. তওবার জন্য নির্দিষ্ট দোয়া পড়া।

৫২. পবিত্র আল কোরআন এর কোন সুরাটি বাড়িতে তেলাওয়াত করলে সে বাড়ি থেকে শয়তান পালিয়ে যায়?

ক. সূরা আল আন"আম         খ. সুরা আত্তাহওবা        গ. সূরা আল বাকারাহ       ঘ. সূরা আল ইমরান

উত্তরঃ গ. সূরা আল বাকারাহ।

৫৩. সুদ খোরদের কবরের আজাব কোনটি হবে?

ক. আগুনের কাছে দিয়ে জিহ্বা কাটা           খ. বিষধর সাপের কামড়

গ. রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি                       ঘ. পুজ ভক্ষণ

উত্তরঃ গ. রক্তের নদীতে শাস্তি প্রাপ্তি । 

৫৪. ওহি প্রাপ্ত হওয়ার পর জিব্রাইল আঃ মুহাম্মদ সাঃ কে সর্বপ্রথম কি শিক্ষা দিয়েছিলেন?

ক. ওযুর পদ্ধতি        খ. সালাতের পদ্ধতি       গ. দাওয়াতের পদ্ধতি         ঘ. তায়াম্মুমের পদ্ধতি

উত্তরঃ ক. ওযুর পদ্ধতি।

৫৫. কোরআন-সুন্নাহ অনুযায়ী মুমিনদের জন্য নিজের কোন সম্বোধনটি সঠিক

ক. মা আয়েশা (রাঃ)        খ. মা ফাতেমা (রাঃ)        গ. মা আমিনা (রাঃ)         ঘ. মা হালিমা (রাঃ)

উত্তরঃ ক. মা আয়েশা (রাঃ)।

৫৬. উম্মুল মুমিনীনমা আয়েশা (রাঃ) কতটি হাদিস বর্ণনা করেন

ক.৩২০০ টি        খ.২২১০ টি       গ.১৬৫০ টি          ঘ.১০৫০ টি

উত্তরঃ খ.২২১০ টি

৫৭. রাসূল তার জীবনের শেষ জামাতের সালাতে কোন সূরা তিলাওয়াত করেন?

ক. সাজদাহ        খ. সূরা মুরসালাত        গ. সূরা মুলক       ঘ. সূরা মুদ্দাসসির

উত্তরঃ খ. সূরা মুরসালাত

৫৮. যখন কোন জিহাদের প্রয়োজন হতো তখন রাসূল সাল্লাহু সাল্লাম জিহাদের উদ্দেশ্যে কোন জনগোষ্ঠীর ওপর কখন অভিযান পরিচালনা নির্দেশ প্রদান করতেন

ক. মধ্যরাতে        খ. দ্বী - প্রহরের       গ. রাতে        ঘ. সকালে

উত্তরঃ ঘ. সকালে।

৫৯. লাইলাতুল কদরে গোসল করার ফজিলত কি

ক. ১০ জন দাস মুক্তির ফজিলত পাওয়া যাবে      খ. জীবনের সকল গুনাহ মাফ হয়ে যাবে 

গ. সারারাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে          ঘ. কোনো ফজিলত নেই

উত্তরঃ ঘ. কোনো ফজিলত নেই

৬০. যে ব্যক্তি নিজের অপরাধের কথা অন্য মানুষের কাছে বলে বেড়ায় তার ব্যাপারে হাদিসে কি বলা হয়েছে?

ক. তার জন্য জান্নাত হারাম                   খ. সে ক্ষমা প্রাপ্ত হবে না 

গ. কঠিন শাস্তির সম্মুখীন হবে               ঘ. তার গুনাহ দিগুন হয়ে যাবে

উত্তরঃ  খ. সে ক্ষমা প্রাপ্ত হবে না। 

৬১. অনেক নেকি ও দোয়া কবুলের আশায় কাবা ঘরের গিলাব দরজায় বুক লাগিয়ে উচ্চস্বরে কান্না করার হুকুম কি

ক. ওয়াজিব         খ. সাহাবীদের আমল            গ. বিদাত           ঘ. জায়েজ

উত্তরঃ   গ. বিদাত

৬২. কোন দুটি অপরাধ ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে আল্লাহর আযাব অনিবার্য হয়ে পড়ে

ক. খ. গ. ঘ.

উত্তরঃ

৬৩.

ক. ব্যভিচার ও সুদ      খ. ঘুষ ও খেয়ানত     গ. চুরি ও মিথ্যা অপবাদ     ঘ. গীবত ও হিংসা

উত্তরঃ ক. ব্যভিচার ও সুদ ।

৬৪. রাসূল সাঃ এর চলার ভঙ্গির সাথে কার চলার ভঙ্গির মিল ছিল?

ক. হাসান রাদিয়াল্লাহু তা'আলা আনহু      খ. হোসাইন রাজিয়াল্লাহু তা'আলা আনহু 

গ. হযরত আয়েশা রাযিআল্লাহু তা'আলা আনহু     ঘ. হযরত ফাতেমা রাযিআল্লাহু তা'আলা আনহু

উত্তরঃ ঘ. হযরত ফাতেমা রাযিআল্লাহু তা'আলা আনহু।

৬৫. কোরআনে বর্ণিত দোয়া "রবি হাবলি মিল্লাদুনকা জুররিইয়াতা মিলাদুনকা তৈয়বান ইন্নাকা সামিয়াদ দোয়া" হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন নিশ্চয়ই আপনি প্রার্থনা শ্রবণকারী এই কথা কে বলেছেন?

ক. মারিয়াম আঃ        খ. ইব্রাহিম আঃ        গ. জাকারিয়া আঃ           ঘ. ইয়াহিয়া আঃ

উত্তরঃ গ. জাকারিয়া আঃ  

৬৬. নিচের কোন ব্যক্তিকে রাসুল সাঃ দিনে রোজা রাখা এবং রাত্রে সালাত আদায় করার সমতুল্য বলেছেন?

ক. বিধবাদের সাহায্য করা          খ. জিহাদকারীকে সাহায্য করা  

গ. আলেমদের সম্মান করা         ঘ. মসজিদ নির্মাণ করা

উত্তরঃ ক. বিধবাদের সাহায্য করা।  

৬৭. কোন আমলটি না করলে যে কোন দোয়া আকাশ ও জমিন এর মাঝে আটকে থাকে?

ক. দরুদ না পড়লে                      খ. পশ্চিম দিক ফিরে না পড়লে 

গ. আরবীতে দোয়া না করলে       ঘ. হাত তুলে দোয়া না করলে

উত্তরঃ ক. দরুদ না পড়লে। 

৬৮. পবিত্র আল কোরআন হাত থেকে পড়ে গেলে আড়াই কেজি চাল দিতে হবে এ ব্যাপারে ইসলাম কি বলে?

ক. বিদাত     খ. মুস্তাহাব     গ. মাক্রুহ       ঘ. মুবাহ

উত্তরঃ ক. বিদাত 

৬৯. উম্মতে মহাম্মাদের মধ্যে সর্বপ্রথম জান্নাতে কে প্রবেশ করবে?

ক. আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আন       খ. আলী রাজিয়াল্লাহু তা'আলা আন 

গ. হযরত ওমর রাদিয়াল্লাহু তা'আলা আন    ঘ. হযরত বেলাল রাদিয়াল্লাহু তা'আলা আনহু

উত্তরঃ ক. আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আন।

৭০. নামাজ না পড়া কোন ধরনের গুনাহ

ক. মাকরুব         খ. কবিরা গুনাহ        গ. সগিরা গুনাহ       ঘ.শিরক

উত্তরঃ   খ. কবিরা গুনাহ।

৭১. আল্লাহকে কে সৃষ্টি করেছেন এমন কোন প্রশ্ন বা কোন কুমন্ত্রনা মনে আসলে কি করতে হবে?

ক. আমানতু বিল্লাহ           খ. তাওয়াকালতু আলাল্লাহ 

গ. নাউজুবিল্লাহ               ঘ. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ

উত্তরঃ ক. আমানতু বিল্লাহ  

৭২. স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত উক্তিটি কার উক্তি?

ক. আল হাদিস            খ. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর উক্তি 

গ. ভিত্তিহীন কথা         ঘ. মনীষীদের উক্তি

উত্তরঃ গ. ভিত্তিহীন কথা ।

৭৩. ইবলিশ বান্দার কোন পাপে সবচেয়ে বেশি খুশি হয়?

ক. শিরক করানোর মাঝে                               খ. মানব হত্যায়

গ. স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মধ্যে     ঘ. খুন করা বা রক্তপাত ঘটানো

উত্তরঃ গ. স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মধ্যে।

৭৪.

ক. খ. গ. ঘ.

উত্তরঃ

ক. খ. গ. ঘ.


পবিত্র কোরআনে কোন নবীর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়েছে?

উত্তরঃ হযরত মুসা (আঃ)।

মৃত্যুর যন্ত্রণা কষ্টকর হলে তার পাশে কোন সূরা পাঠ করা উত্তম?

উত্তরঃ সুরা ইয়াসিন ও সূরা রাহাদ।

আদ জাতির প্রতি প্রেরিত নবী কে ছিলেন?

উত্তরঃ হযরত হুদ আঃ

রাসূল সাঃ এর নাম মোহাম্মদ কে রাখেন?

উত্তরঃ দাদা আব্দুল মুত্তালিব। 

কোন যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ উপাধি লাভ করেন?

উত্তরঃ মুতার যুদ্ধে।

হজের খুতবা প্রদান করা হয় যে মসজিদ থেকে তার নাম কি?

উত্তরঃ মসজিদে নামিরা।

বাংলাদেশের কোন জায়গায় সর্বপ্রথম ইলমে হাদিস এর চর্চা শুরু হয়?

উত্তরঃ সোনারগাঁ, ঢাকা।

বনি ইসরাইলের কতটি গোত্র ছিল?

উত্তরঃ ১২ টি।

কোন যুদ্ধের সময় হযরত আবু বকর (রাঃ) তার সমস্ত সম্পদ দিয়ে দিয়েছিলেন?

উত্তরঃ তাবুক যুদ্ধের সময়।

রাসূল সাঃ এর প্রেরিত চিঠি ও দুতকে অসম্মান করায় তদানীন্তন কোন রাষ্ট্রটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল?

উত্তরঃ পারস্য।

বর্তমান ইহুদী রাষ্ট্র ইসরাইল একজন নবীর নামে নামকরণ করা হয়েছে। এখন প্রশ্ন হল সেই নবীর নাম কি?

উত্তরঃ ইয়াকুব আঃ।

সরকারি ঢাকা আলিয়া মাদ্রাসার প্রখ্যাত মুহাদ্দিস ও আরবী ভাষাবিদ আল্লামা আব্দুর রহমান কাশগরী রহমাতুল্লাহ কে কোথায় দাফন করা হয়?

উত্তরঃ ঢাকা।

জালিম বাদশা আব্রাহা কোন স্থানে মৃত্যুবরণ করেছিল?

উত্তরঃ সানা, ইয়েমেন।

কোন সাহাবী তার কাফির পিতা কে নিজ হাতে হত্যা করেছিলেন?

উত্তরঃ আবু উবাইদা ইবনে যাররা (রাঃ)।

আকাবায় মূলত কয়টি শপথ হয়েছিল?

উত্তরঃ ২টি (৩ টি বৈঠক হয়েছে)।

মোহাম্মদ বিন কাশেম কত বছর সিন্ধু শাসন করেন?

উত্তরঃ সোয়া তিন বছর।

ইসলামী রাষ্ট্রে কাদেরকে খরাজ দিতে হয়?

উত্তরঃ অমুসলিমদেরকে।

কয়টি সময়ে পিতা-মাতার ঘরে প্রবেশের জন্য অনুমতি নিতে হবে?

উত্তরঃ ৩ টি।

রোজাদারেরা কোন দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে?

উত্তরঃ আর রাইয়ান নামক দরজা।

কেয়ামতের দিন সর্ব প্রথম কোন বিষয়ের ফায়সালা হবে?

উত্তরঃ রক্তপাত বা হত্যার বিষয়ে।

 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url