বাংলাদেশের উৎসব রচনা - সম্পর্কে জেনে নিন
বাংলাদেশ উৎসবের দেশ। বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন রকম উৎসব পালন করা হয়ে থাকে। আর এই উৎসবকে কেন্দ্র করে আমাদের কোমলমতি ছাত্র-ছাত্রীদের রচনা লিখতে হয়। বাংলাদেশের উৎসব রচনা সম্পর্কে আমি বিস্তারিত লিখেছি আমি আশা করি বাংলাদেশের উৎসব আমার এই রচনা তোমাদের অনেক উপকারে আসবে।
বাংলাদেশের বিভিন্ন প্রকার উৎসব পালন করা হয়। যেমন - ধর্মীয় ও সামাজিক উৎসব। ধর্মীয় উৎসবের মধ্যে রয়েছে ঈদ-পূজা এবং সামাজিক উৎসবের মধ্যে রয়েছে পহেলা বৈশাখ, নবান্ন অনুষ্ঠান, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে বইমেলা ইত্যাদি। নিচে এগুলোর ধারাবাহিক আলোচনা করা হলো-
বাংলাদেশের উৎসব রচনা
ভূমিকা
আর উৎসব সম্পর্কে জানতে পারলে সেই দেশ সম্পর্কে অর্ধেক জানা হয়ে যায়। আমাদের দেশের বেশিরভাগ উৎসব পালন করা হয় বিভিন্ন ঋতু, ধর্ম, গোত্র, জনগোষ্ঠী এবং জনগণকে কেন্দ্র করে যেসব উৎসব পালন করে তা যেন রবীন্দ্রনাথের উক্তিকে স্মরণ করিয়ে দেয়," আমার আনন্দ সকলের আনন্দ হোউক, আমার শুভ সকলের শুভ হোউক, আমি যাহা পাই তাহা পাঁচ জনের সহিত মিলিত হইয়া উপভোগ করি। এই কল্যাণী স্থায়ী উৎসবের প্রাণ"। উৎসব মানুষের মনে কেবল আনন্দের সঞ্চার করে না বরং এর মধ্য দিয়ে দেশের ঐতিহ্য ও সংস্কৃতি সামগ্রিক চিত্র হয়ে ফুটে উঠে।
উৎসব কি
নববর্ষ বা বাংলা বর্ষবরণ
বৈশাখ এসেছে বাংলার মাঝে বাঙালির প্রাণে,
মেতেছে বাঙালি লোকজ উৎসবে, গানে গানে।
উৎসব হল বাংলাদেশের সবচেয়ে বড় এবং সার্বজনীন উৎসব। বাংলা বর্ষবরণ আমাদের কাছে তথা বাঙালি জাতির কাছে পহেলা বৈশাখ নামে পরিচিত। এই উৎসব হলো পুরোনো দিনের দুঃখ, ব্যথার গ্লানি ভুলে নতুন করে বরণ করে নেয়ার উৎসব। নববর্ষের দিনে চারিদিকে শুধু ধ্বনিত হয় - "এসো হে বৈশাখ এসো এসো,তাপস নিঃশ্বাস বায়ে, মুমূষেরে দাও উড়াইয়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক, যাক, যাক, এসো হে বৈশাখ"।
বাংলাদেশের সকল শ্রেণী পেশা ও বয়সের মানুষ ধর্ম গোত্র নির্বিশেষে উৎসব পালন করে থাকে। নববর্ষকে ঘিরে সারাদিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।এই আয়োজনের মধ্যে থাকে মেলা ও শোভাযাত্রা। ব্যবসায়ীরা এই দিনে হালখাতা নামক অনুষ্ঠানের আয়োজন করে থাকেন। এই দিনে তারা ব্যবসার নতুন খাতা খোলেন এবং বকেয়া আদায় উপলক্ষে তাদের নির্ধারিত গ্রাহকদের নামে নিমন্ত্রণপত্র বিতরণ করেন এবং তাদের মিষ্টিমুখ করান।
পহেলা বৈশাখ উপলক্ষে প্রায় প্রতিটি বাড়িতে মজাদার খাবার রান্না করা হয়।বিশেষ করে পান্তা - ইলিশ, আলু ভর্তা, শুটকি ভর্তা সহ নানা ধরনের খাবার খাওয়া হয়। এবং বিভিন্ন মেলাতে এইসব খাবারের দোকান বসানো হয়। রমনার বট মূলে আয়োজন করা হয় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের। এছাড়া ও রাজধানীর ঢাকায় আড়ম্বরে পালন করা হয় মঙ্গল শোভাযাত্রা। এছাড়াও গ্রাম্যভাবে বিভিন্ন উৎসব পালন করা হয়।
এর মধ্যে থাকে লাঠি খেলা, চরকি খেলা, বিভিন্ন রং মেখে খেলা। এছাড়াও গ্রামের মানুষ আরেকটি খেলা খেলে যার নাম চোড়োব গাছ। এই খেলায় একজন পুরুষ মানুষের পিঠে বড় বড়শির কালা গেঁথে কলা গাছের মাথায় জড়িয়ে ঘোরানো হয়। যা সত্যিই ভয়ংকর।
ঈদ উৎসব
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম হল ঈদ। প্রতিবছর ঈদ আমাদের মাঝে আসে মিলন আর আনন্দের বার্তা নিয়ে। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই দিনে ধনী - গরিব ভেদাভেদ ভুলে তাদের আনন্দ ভাগ করে নেয়। বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলিমগণ মহানন্দে ঈদের উৎসব পালন করে থাকে। মুসলিমদের জন্য বছরে দুইটি ঈদ আসে - ঈদুল ফিতর ও ঈদুল আযহা। রমজান মাসের দীর্ঘ একমাস সিয়াম সাধনার পরে শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে শাওয়াল মাসের ১ তারিখে ঈদুল ফিতর উদযাপন করা হয়।
আবার জিল হজ মাসের ১০ তারিখে পালন করা হয় ঈদুল আযহা বা কোরবানির ঈদ। এই দিনে ধর্মপান মুসলমান আল্লাহর সন্তুষ্টির আশায় তাদের সাধ্যমত পশু কোরবানি করে থাকেন। একে আত্মত্যাগের ঈদ ও বলা হয়। এই দুটি ঈদে মুসলিমগণ নতুন পোশাক পরিধান করে এবং ঈদগাহে একত্র হয়ে ঈদের নামাজ আদায় করে থাকে। নামাজ শেষে তারা একে অপরের সাথে কোলাকুলি করে। প্রত্যেকের বাড়িতে ভালো খাবারের আয়োজন করা হয় এবং তারা একে অপরকে খাইয়ে নিজেদের মধ্যে আনন্দ ভাগাভাগি করে নেয়।
তাইতো শাওয়াল মাসের চাঁদ দেখার সাথে সাথেই বাংলাদেশের টেলিভিশন বেতারে বাঁজতে থাকে একটি গান, আর তা হল - "ওমন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানী তাগিদ, সোনা দানা বালাখানা সব"। ঈদুল ফিতর মুসলিমদের সামনে হাজির হয় তাদের সম্পদের পবিত্রতার বার্তা নিয়ে। ঈদুল আযহাতে পশু কোরবানির মাধ্যমে মহান আল্লাহতালাকে খুশি করা হয়। এটি আত্মত্যাগের ঈদ।
নবান্ন উৎসব
বাঙালি হাসে আজ এ নবান্ন উৎসবে
শুধু নয় বাংলার রমনা বটমলে
বাংলার গ্রাম গঞ্জ শহর বন্দরে।
আমরা বাংলা দ্বিতীয় পত্র বইয়ে সন্ধি বিচ্ছেদ পড়েছি নবান্ন।নব+অন্ন = নবান্ন। নব অর্থ নতুন এবং অন্ন অর্থ ভাত বা ফসল। নবান্ন এর মর্মকতা হলো নতুন ধানের উৎসব। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। আর হেমন্ত হল ঋতু চক্রের চতুর্থ ঋতু। কার্তিক ও অগ্রহায়ণ মাস নিয়ে গঠিত হয় হেমন্তকাল। আর এই হেমন্ত কালে কৃষকের ঘরে ওঠে আসে নতুন ধান। এই সময় কৃষকের মুখে ফুটে নতুন ফসল ঘরে তোলার আনন্দ এবং তারা নতুন ধানের পিঠাপুলি তৈরি করে নবান্ন উৎসব পালন করে থাকে। তারা আত্মীয় পরিজনকে আমন্ত্রণ করার মাধ্যমে নবান্ন উৎসব পালন করে থাকে।
দুর্গাপূজা
বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী হলো হিন্দু সম্প্রদায়। আর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এর নাম দুর্গাপূজা।আর এই দুর্গাপূজা অনুষ্ঠিত হয় শরৎকালে। আর শরৎকালে পূজা অনুষ্ঠিত হয় বলে একে শারদীয় দুর্গাউৎসব ও বলা হয়। আশ্বিন ও কার্তিক মাসে নিয়ে শরৎকাল। আশ্বিন মাসে যে চাঁদ উঠে তার প্রথম অষ্টম ও নবম দিনে এই পূজা অনুষ্ঠিত হয়। তবে সপ্তমীর পূর্বের দিন ষষ্ঠী তিথিতে দেবীর বোধন নামক অনুষ্ঠান হয়।
নবমীর পরের দিন অনুষ্ঠিত হয় দশমী। আর এই দশমির উৎসবকে বলা হয় বিজয়া দশমী। এই পূজা উপলক্ষে পাড়ায় পাড়ায় হিন্দু সম্প্রদায়ের লোক পূজা মন্ডপ তৈরি করে থাকে এবং সেখানে প্রসাদের আয়োজন করা হয়। যদিও দুর্গাপূজা হিন্দু সম্প্রদায়ের উৎসব তবুও বিভিন্ন ধর্মের লোক এই উৎসবে আনন্দ করে থাকে। সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করে অষ্টমীতে।
এই দিন বেশি আনন্দ আর জাঁকজমক থাকে। রাতে হয় আরতি নামক অনুষ্ঠান। আর দশমীর দিন দেওয়া হয় বিসর্জন। আর এই বিসর্জনের মাধ্যমে তাদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা শেষ হয়। এছাড়াও হিন্দু ধর্মাবলীদের আরও পুজা রয়েছে, যেমন - সরস্বতী পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা, মনসা পূজা ইত্যাদি। অর্থাৎ তাদের রয়েছে ১২ মাসে ১৩ পার্বণ।
বড়দিন
বৌদ্ধ পূর্ণিমা
বৌদ্ধ সম্প্রদায় লোকেরা গৌতম বুদ্ধের জন্মদিনে এই বৌদ্ধ পূর্ণিমা নামক অনুষ্ঠান পালন করে থাকে। এই অনুষ্ঠান বৈশাখ মাসের পূর্ণিমা তিথিতে অনুষ্ঠিত হয় বলে একে আবার বৈশাখী পূর্ণিমা ও বলা হয়। এই দিনের সঙ্গে গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভের সম্মতি ও তিরোধান জড়িত। এই দিনে অনুষ্ঠিত হয় প্রভাত ফেরী, প্রদীপ পূজা, ফুল পূজা ইত্যাদি। প্রার্থনা ও দান দক্ষিণার মাধ্যমে পঞ্চশীল ও অষ্টশিল প্রদান করা হয় এবং ফানুস উড়িয়ে এই উৎসব পালন করা হয়।
বৈসাবি
সামাজিক উৎসব
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
বাংলা আমাদের মাতৃভাষা। পৃথিবীতে এই বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষার জন্য জীবন দিয়েছেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান আর ক্ষমতা লাভের পর থেকেই আমাদের মাতৃভাষাকে কেড়ে নেওয়ার জন্য ষড়যন্ত্র করতে থাকে। কিন্তু বাঙালিরা তা মেনে নেননি। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাঙালি ছাত্র-জনতা ১৪৪ ধারা জারি ভঙ্গ করে রাস্তায় নেমে আসে। সেই দিন পুলিশের গুলিতে শহীদ হয় সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার সহ আরো অনেকে।
তাদের এই আত্মত্যাগ ও দীর্ঘ সংগ্রামের পর বাঙালি জাতি লাভ করে তাদের মায়ের ভাষা, মুখের ভাষা বাংলা। শহীদ মিনারে ফুল দেওয়া ও শ্রদ্ধা নিবেদন এবং বিভিন্ন আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে তাদের স্মরণ করা হয় এই দিনে বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হয় "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি"। ইউনেস্কো ১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে। ২০০০ সাল থেকে জাতিসংঘের সদস্য দেশগুলো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে থাকে।
স্বাধীনতা দিবস
২৬ শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের ২৬ শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন "বাংলাদেশ স্বাধীন"। আর এই ঘোষণার মধ্য দিয়েই বাংলাদেশ অর্জন করে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ড, একটি স্বাধীন পতাকা,একটি স্বাধীন দেশ।
বিজয় দিবস
প্রতিবছর ১৬ই ডিসেম্বর আমরা বিজয় দিবস উদযাপন করে থাকি। ১৯৭১ সালে ১৬ই ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে। দীর্ঘ নয় ৯ মাস দখলদার পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার পর বাংলাদেশ ১৬ই ডিসেম্বর শত্রু মুক্ত হয়। এই দিনে পৃথিবীর বুকে আবর্তিত হয় বাংলাদেশ নামক নতুন দেশ। সরকারি এবং বেসরকারিভাবে এই অনুষ্ঠান পালন করা হয়।
বইমেলা
পহেলা ফাল্গুন
পহেলা ফাল্গুন বাঙালি জাতির জন্য একটি অন্যতম উৎসব। বসন্তকে বরণ করে নিতে এই দিনে বাঙালিরা সাজে হলুদ সাজে। এই দিনে মাথায় ফুল দিয়ে, হলুদ শাড়ি পরিধান করে ফাল্গুন উৎসব পালন করা হয়। এক কথায় এই দিনে বাঙালিরা সাজে বসন্ত সাজে।
পারিবারিক উৎসব
অন্যান্য উৎসব
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url