আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর ব্রান্ড এবং দাম জেনে নিন



আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের অনেকেরই অজানা। তাই আমরা বিভিন্ন ধরনের আই পি এস
এর  ব্রান্ড এবং দাম না জানার কারণে বাজারে অনেক সময় নানা সমস্যার
সম্মুখীন হই। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড
এবং দাম জানতে আর্টিকেলটি পড়ুন।






আমাদের দেশে দুই ধরনের আইপিএস বেশি পাওয়া যায়। আর তা হলো সোলার আইপিএস এবং
ইলেকট্রিক আইপিএস। আপনি সঠিকভাবে  আই পি এস কি - বিভিন্ন ধরনের আই পি
এস এর  ব্রান্ড এবং দাম জেনে আইপিএস কিনুন। আই পি এস (IPS) কি -
বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং দাম সম্পর্কে নিচে আলোচনা করা হলো।-



পোস্ট সূচীপত্রঃ আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড
এবং দাম 






আই পি এস কি 



আই পি এস বা  IPS যার পূর্ণ নাম হলো Instant Power Supply। আই পি এস হলো এমন
ধরনের ডিভাইস যার মধ্যে বিদ্যুৎ শক্তি জমা করে রাখা হয়। এবং বিদ্যুৎ সরবরাহ লাইন
থেকে বিদ্যুৎ চলে গেলে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এর মধ্যে সঞ্চিত বিদ্যুৎ
সরবরাহ রেখে বৈদ্যুতিক যন্ত্রপাতি চালানো সম্ভব হয়।আই পি এস এর মূল ডিভাইস এর
ভেতরে একটি ব্যাটারি লাগানো থাকে যেখানে মূল বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ এসে
ব্যাটারীকে রিচার্জ করে রাখে।



যার ফলে মূল বিদ্যুৎ লাইন থেকে বিদ্যুৎ চলে গেলে সঞ্চিত
বা  রিচার্জ বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক যন্ত্র চালানোর প্রয়োজনীয়
শক্তি সরবরাহ করে থাকে। আইপিএস অধিক সময় ধরে বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে। যার
কারণে লোডশেডিং হলে বিদ্যুৎ চালিত যন্ত্র চালানো সম্ভব হয়। বিদ্যুৎ সরবরাহ লাইন
থেকে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই আইপিএস  তার সঞ্চিত বিদ্যুৎ সরবরাহ করা
শুরু করে দেয়। আইপিএস এর শক্তি যত বেশি হয়, সেটি তত বেশি সময় বিদ্যুৎ সরবরাহ
করতে পারে।



আই পিএস কিভাবে কাজ করে



আইপিএস IPS হল ইন্সট্যান্ট পাওয়ার সিস্টেম যা পাওয়ার ইস্টোরেজ হিসেবে কাজ করে।
আর এই আইপিএস এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক পাওয়ার রিজার্ভ করে রাখে এবং
পরবর্তীতে মেইন বা মূল বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে আইপিএস বিদ্যুৎ সরবরাহ করে
থাকে। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



আইপিএস এর ব্যবহার



আমাদের দেশে অনেক ক্ষেত্রে আইপিএস ব্যবহার করা হয় তবে আইপিএস ব্যবহার করা হয়
ইলেকট্রনিক ডিভাইসে আমরা প্রতিনিয়তীয় গৃহস্থালির কাজে ইলেকট্রনিক ডিভাইস
ব্যবহার করে থাকে যেমন বৈদ্যুতিক পাখা কম্পিউটার টেলিভিশন রেডিও ভিডিও প্লেয়ার
প্রভৃতি চালাতে যখন লোডশেডিং হয় হয় তখন আমরা আইপিএস ব্যবহার করে থাকি।



আরো পড়ুনঃ কম দামে ভালো মানের মোবাইল কিনুন 



আর বিদ্যুৎ সরবরাহকারী মূল লাইন থেকে বিদ্যুৎ চলে যাওয়ার সাথে সাথেই আইপিএস তার
সঞ্চিত বিদ্যুৎ সরবরাহ করা শুরু করে দেয়। তবে আইপিএস এর শক্তি যত বেশি হবে সেটি
তত বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহ করতে পারে।তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন
ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



আইপিএস কত প্রকার ও কিকি



আই পি এস প্রধানত দুই (২) প্রকার। যথা - এক (১) ইলেকট্রণিক আইপিএস এবং দুই (২)
সোলার আইপিএস।


ইলেকট্রণিক আইপিএস



এই ইলেকট্রিক আইপিএস বিদ্যুতের লাইনের সাথে চার্জার দ্বারা সংযোগ দেয়া থাকে।
কারণ যখন বিদ্যুৎ থাকে তখন এটি চার্জ নিতে থাকবে এবং যখন বিদ্যুৎ চলে যাবে তখন
অটোমেটিক বিদ্যুৎ সরবরাহ করবে। এই ব্যাটারীতে যে পরিমাণ বিদ্যুৎ সঞ্চিত থাকে তাতে
বিদ্যুতের চাহিদা পূরণ হয়ে যায়। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি
এস এর  ব্রান্ড এবং দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।


সোলার আইপিএস



এই ধরনের আইপিএস গুলো চার্জ হয় সূর্যের তাপে যাকে আমরা সৌর বিদ্যুৎ বলি। তাই এই
ধরনের আইপিএস এর কোন মুল বিদ্যুৎ প্রয়োজন হয় না। এই আইপিএস টি সাধারণত দিনের
বেলা চার্জ নিয়ে থাকে। যখনই বিদ্যুৎ চলে যাবে তখনই এই ব্যাটারীতে থাকা বিদ্যুৎ
শক্তি আপনার প্রয়োজন মেটাতে সক্ষম হবে। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে সোলার
সিস্টেম সবচেয়ে বেশি উপযোগী।


আই পি এস এ কি কি উপাদান থাকে



আজকাল আমাদের প্রায় সবার বাড়িতেই আইপিএস দেখা যায়। কিন্তু আমরা অনেকেই জানিনা
এই আইপিএস কি কি উপাদান দিয়ে তৈরি। সাধারণত দুইটি উপাদান দিয়ে আইপিএস গঠিত হয়।
এর একটি হল ইনভার্টার এবং অপরটি ব্যাটারি। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের
আই পি এস এর  ব্রান্ড এবং দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।


ইনভার্টার



ইনভার্টার হলো এমন একটি যন্ত্রাংশ বা ডিভাইস যা সাধারণত ডিসি পাওয়ার কে এসি
পাওয়ারে রুপান্তরিত করে থাকে। সব ধরনের আইপিএসই এই ইনভার্টার দিয়ে তৈরি করা
হয়। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।


ব্যাটারি



আই পি এস এর মূল উপাদান হলো ব্যাটারি। আর এই ব্যাটারি বিদ্যুৎ সঞ্চয় করে রাখে
এবং মূল লাইন থেকে বিদ্যুৎ চলে গেলে সাথে সাথেই বিদ্যুতের চাহিদা পূরণ করে থাকে।
তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



আই পি এস এর ক্যাপাসিটি কত



আমাদের আইপিএস কেনার আগে সবচেয়ে বেশি যেটা জানা জরুরী সেটা হল আইপিএস এর
ক্যাপাসিটি কত। কারণ ক্যাপাসিটির ওপর এর দাম এবং কার্যক্ষমতা নির্ভর করে থাকে।
বাংলাদেশের বাজারে বিভিন্ন ক্যাপাসিটির আইপিএস রয়েছে। আপনি আপনার সাধ্য অনুযায়ী
তা কিনতে পারেন। আইপিএস এর ক্যাপাসিটি ওয়াটে হিসাব করা হয়ে থাকে। যেমন - ৭৫০০
ওয়াট পর্যন্ত আইপিএস আছে।



আই পি এস এ কত শক্তি প্রয়োজন



আইপিএস কেনার আগে আপনাকে হিসাব করে নিতে হবে আপনি কতগুলো ডিভাইস চালাবেন।
আইপিএসের ভালো এবং দীর্ঘ সেবা পেতে আপনার আইপিএস এর.৮০ শতাংশ লোড হিসাবে ধরতে হবে
এবং ২০ শতাংশ ফ্রি রাখতে হবে। বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ব্যবহারের ওপর
ভিত্তি করে কোন ডিভাইস এর কেমন বিদ্যুৎ শক্তি প্রয়োজন তা আমাদের অবশ্যই জানা
প্রয়োজন।



আরো পড়ুনঃ টিভি কার্ড কি - টিভি কার্ড  কিভাবে কাজ করে -জেনে নিন বিস্তারিত



যেমন - দেশীয় ফ্যান শক্তি প্রয়োজন হবে ১০০ ওয়াট, বিদেশি ফ্যান ১৫০ ওয়াট, টিভি
১০০ ওয়াট, এলসিডি মনিটরসহ পিসি ৩০০ ওয়াট, টিউব লাইট ৬০ ওয়াট এবং এনার্জি সেভিং
লাইট ৩০ ওয়াট। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড
এবং দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



 আই পি এস এর দাম


বিদ্যুৎ সংকটের এই সময়ে লোডশেডিং এ আমাদের দৈনন্দিন জীবনে অনেক সমস্যার সম্মুখীন
হতে হয়। আর লোডশেডিং থেকে মুক্তি পেতে কম দামে খুব সহজেই আইপিএস কিনে নিতে পারেন
এবং খুব সহজেই এই লোডশেডিং এর বিড়ম্বনা থেকে মুক্তি পেতে পারেন। বর্তমানে অনেক ঘর
তৈরি করা হয়েছে যেখানে কোন আলো বাতাস ঢোকে না ঢোকার কোন সুযোগ নেই।


আর সে ক্ষেত্রে যদি লোডশেডিং হয় তাহলে তো অবস্থা বুঝতেই পারছেন আপনার অবস্থা।
আবার বিদ্যুৎ না আসা পর্যন্ত সকল প্রকার কাজ বন্ধ হয়ে থাকে। তাই আপনি যখন আইপিএস
কিনবেন তখন অবশ্যই আপনাকে আইপিএস সম্পর্কে জানতে হবে। কোন আইপিএস ভালো তা জেনে
তারপর আপনি আইপিএস কিনুন। 



আমি  আপনাদের উপকারের জন্য কোন ব্র্যান্ডের  এবং কোন মডেলের আইপিএস এর
দাম কত সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।


৫০০ ওয়াটের আইপিএস মেশিনের দাম



৫০০ ওয়াট শক্তি বা ক্ষমতার ইনভার্টার আইপিএস এর সর্বনিম্ন দাম বাংলাদেশের বাজারে
৬৫০০ টাকা। ৫০০ ওয়াট শক্তি সম্পন্ন এই মেশিনটি দুইটি (২) ফ্যান এবং দুইটি (২)
লাইট চালাতে সক্ষম। তবে আইপিএস এর দাম এর ব্যাটারির খরচ,ভিএ, ওয়ারিং এবং
ইনস্টলেশনের ওপর নির্ভর করে।


৮০০ ওয়াটের আইপিএস এর দাম



৮০০ ওয়াট শক্তি সম্পন্ন আইপিএস এর দাম বাংলাদেশের বাজারে প্রায় ৮ হাজার টাকার
ওপরে। এক্ষেত্রে আপনাকে অতিরিক্ত ব্যাটারি কিনতে হবে। ৮০০ ওয়াট আইপিএস 
তিনটা  (৩) ফ্যান ও তিনটা (৩) লাইট চালাতে সক্ষম।


১০০০ ওয়াটের আইপিএস এর দাম



১০০০ ওয়াটের আইপিএস এর দাম বাংলাদেশর বাজারে প্রায় ১০ হাজার টাকার মত।
এক্ষেত্রে আপনাকে আলাদা ব্যাটারি কিনতে হবে। এই ১০০০ ওয়াটের আইপিএস আপনাকে ২
ঘণ্টার মতো সার্ভিস দিয়ে থাকবে। আর আপনি ৪ টি ফ্যান এবং ৪ টি লাইট চালাতে সক্ষম
হবেন। তাই আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



মিনি আইপিএস এর দাম



বাংলাদেশের বাজারে মিনি আইপিএস এর দাম প্রায় ৩০০০  হাজার টাকার মত। আর এর
নাম শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এর শক্তি বা ক্ষমতা ও কম। এই মিনি আইপিএস সাধারণত
১০০ ওয়াট ডিভাইসের জন্য প্রযোজ্য। যেমন - মোবাইল চার্জার, রাউটার ইত্যাদি। তাই
আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



লুমিনাস আইপিএস এর দাম


লুমিনাস আইপিএস এর মডেল এবং দাম নিচে দেয়া হল -



আইপিএস মডেল                 
                     
                     
 বাংলাদেশের বাজারে দাম  



Luminous Eco Watt Neo 1250 Square Wave         
                     
    13,500



Luminous ICon1100 Pure Sine Wave                                              19,500



Luminous Eco Watt Neo 1650 square Wave Inverter                           15,800



আরো পড়ুনঃ বিশ্বের সব চেয়ে দামী ১০ টি ঘড়ি- বিস্তারিত  জেনে নিন



Luminous 2 KVA Cruze + Home Sine Wave Inverter                           27000



Luminous Shakti Charge + 1150 900 VA                                          14,000



Luminous Eco Watt Neo 800 Square Wave Inverter                           9,500



Luminous Optimus 2300 pure Sine Wave Inverter                             28,000



Luminous  Cruze + 5200 VA  pure Sine Wave Inverter                     71,000



Luminous Optimus 1250 pure Sine Wave Inverter                            16,500



Luminous 3500 VA Sine  Cruze Wave Inverter     
                     
      48,000



Luminous Eco Watt Neo 700 12V Inverter                                        9,500



 Luminous Eco Watt +1050 IPS  Inverter  Machine 
                     
  11,000



সিঙ্গার আইপিএস এর দাম



বাংলাদেশের বাজারে অনেক ব্রান্ডের আইপিএস এর মধ্যে সিঙ্গার ব্রান্ডের আই পি এস
অন্যতম স্থান দখল করে রয়েছে। এর মডেল হল SBR 8340 SW । সিঙ্গার ব্রান্ডের এই
মডেলের আইপিএস এর দাম বাংলাদেশের বাজারে ২৯ হাজার ৯০০ টাকা। এই ২৯ হাজার ৯০০
টাকা  দামের SBR 8340 SW মডেলের আইপিএস এ আপনি একটি রঙিন টিভি, একটি ফ্যান ও
দুইটি এনার্জি লাইট চালাতে পারবেন।



বাংলাদেশের সেরা আইপিএসের মূল্য তালিকা 



আইপিএস মডেল                 
           বাংলাদেশের বাজারে দাম


Walton SBR 8340 SW                                             29,900

Alter 800 VA Digital Home                                      10,500

Easy Tech 1000 VA Dual Mode Offline                     14,000

Microtek Heavy Duty 1550 Advanced                       15,000

Power Lynx DSP Sine Wave 1100 VA Digital            34,000


Rahimafrooz RZ 1125 Sine Wave IPS                        58,100



Rahimafrooz Power Pack 1100VA IPS                      48,500



INVT GooDrive 350 5.5 - KW VFD Inverter          34,000



Easy Tech 400V Pure Sine Wave Offline                   12,000



Power Lynx DSP Sine Wave 2250 VA Digital         
60,400



Hamko Combo Z- 800 VA Pure Sine Wave           
  11,500



Alter 800 VA Digital Home                                      10,500



Easy Tech 1000 VA Dual Mode Offline           
          14,000



Microtek Heavy Duty 1550 Advanced           
            15,000



Power Lynx DSP Sine Wave 1100 VA Digital         
   34,000



আই সি এস এর সুরক্ষা নিশ্চিতকরণ



আইপিএস ব্যবহার করলে অবশ্যই এর যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।  আই পিএস
সাধারণত বাড়ির কম ব্যবহৃত স্থানে স্থাপন করা হয়। তাই এর যথাযথ সুরক্ষা নিশ্চিত
করার প্রয়োজন হয়। এতে ওভার চার্জিং, সার্কিট এর সুরক্ষা আছে কিনা এবং ওভার
লোডিং আছে কিনা তা নজর দেওয়া প্রয়োজন।এবং আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই
পি এস এর  ব্রান্ড এবং দাম সম্পর্কে আমাদের জানা প্রয়োজন।



শেষ কথাঃ আই পি এস (IPS) কি - বিভিন্ন ধরনের আই পি এস এর  ব্রান্ড এবং
দাম 



আমাদের কাছে একটি অতি পরিচিত নাম আইপিএস।  আমরা প্রায় সবাই আইপিএস ব্যবহার
করে থাকি। কিন্তু আমাদের অনেকেরই আইপিএসের ব্র্যান্ড এবং মডেল সম্পর্কে ভালো
ধারণা নেই। আমি আপনাদের সামনে আমার আর্টিকেল এর মাধ্যমে বিভিন্ন ধরনের আই পি এস
এর নাম, মডেল এবং দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি ।



আমি আশা করি আমার এই আর্টিকেল আপনাদের অনেক উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে
লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না।













এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Alinoorhossen
    Alinoorhossen February 20, 2023 at 11:14 AM

    সামনে গরমের সময় আসছে অবশ্যেই দরকার হবে।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url