সফটওয়্যার কি - সফটওয়্যার এর কাজ জেনে নিন

সফটওয়্যার কি এবং সফটওয়্যার এর কাজ  সম্পর্কে আমাদের জানা প্রয়োজন । আমরা যদি না জানি সফটওয়্যার কি এবং সফটওয়্যার এর কাজ তাহলে আমরা কম্পিউটার পরিচালনা করতে পারবনা । তাই  সফটওয়্যার কি এবং সফটওয়্যার এর কাজ সম্পর্কে  বিস্তারিত জানতে আমার পোস্ট টি মনোযোগ সহকারে পড়ুন ।





বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । আর এই প্রযুক্তির সর্বোচ্চ হাতিয়ার হলো কম্পিউটার । এই কম্পিউটার পরিচালনা করতে জানতে হবে সফটওয়্যার কি এবং সফটওয়্যার এর কাজ । এবার সফটওয়্যার কি এবং সফটওয়ারের কাজ সম্পর্কে আলোচনা করা হলো । 

সফটওয়্যার কি   

সফটওয়্যার বলতে বোঝায় বিভিন্ন প্রোগ্রামের সমষ্টি । সফটওয়্যার হল সেই প্রোগ্রাম আমরা স্পর্শ করতে পারিনা । সফটওয়্যার হল কম্পিউটারকে নির্দেশনা দানকারী প্রোগ্রাম যা কম্পিউটার পরিচালনা করে ।এবং নির্দিষ্ট কাজ সম্পাদন করতে ব্যবহার করা হয় । এককথায় সফটওয়্যার বলতে বোঝায় , সফটওয়্যার হল অনেকগুলো প্রোগ্রামের সমষ্টি যার মধ্যে কম্পিউটার বিশেষ বিশেষ কাজের নির্দেশনা প্রদান করে।  

যেমন মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কোন কিছু টাইপ করা হয় , এমএস এক্সেল এ কোন কিছু হিসাব করা হয় , ক্রমোতে কোনকিছু ব্রাউজিং করা হয় , এডোবি ফটোশপের সাহায্যে ছবি এডিট মডিফাই করা হয় যেগুলো বিভিন্ন ধরনের  কাজের জন্য ব্যবহার করা হয় ।

সফটওয়্যার এর জনক কে

চার্লস ব্যাবেজ কে সফট্ওয়ারে তথা কম্পিউটারের জনক বলা হয় । তবে অ্যাডা লাভলেস হলেন প্রথম সফটওয়্যার এর জনক হিসেবে খ্যাত । তার তৈরিকৃত সফটওয়্যার প্রথম কম্পিউটার চালানোর ক্ষেত্রে চার্লস ব্যাবেজ  ব্যবহার করেন । তাই অ্যাডা লাভলেস কে সফটওয়্যার এর জনক বলা হয় ।

সফটওয়্যার কত প্রকার ও কি কি

সফটওয়্যার কে বিভিন্ন ভাগে ভাগ করা যায় । কয়েক প্রকার সফটওয়্যার নিয়ে আলোচনা করা হলো ঃ-

প্রোগ্রামিং সফটওয়্যার

কম্পিউটারের  প্রোগ্রামাররা সাধারণত কোডিং এর কাজে এ সফটওয়্যার ব্যবহার করে থাকেন। প্রোগ্রামিং সফটওয়্যার গুলোর মধ্যে অন্যতম হলো কম্পাইলার , ইন্টারপ্রেটার , অ্যাসেম্বলার ও  ডিবাগার । এই সফটওয়্যার গুলো অন্যান্য সফটওয়্যারে লিখতে , পরীক্ষা করতে , ডিবাগ করতে ও বিকাশ করতে পারে ।

আরো পড়ুন ঃ ফেসবুক মনিটাইজেশন আপডেট - জেনে নিন

অ্যাপ্লিকেশন সফটওয়্যার 

নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে বলা হয় অ্যাপ্লিকেশন  সফটওয়্যার । এই অ্যাপ্লিকেশন  সফটওয়্যার ব্যবহার করে প্রোগ্রামাররা তাদের বিভিন্ন রকম চাহিদা পূরণ করে থাকেন । কম্পিউটারের কাজ সহজ ভাবে সম্পাদন করার জন্য এই এপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করা হয় ।

সিস্টেম সফটওয়্যার

অ্যাপ্লিকেশন প্রোগ্রাম গুলোকে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে যে সফটওয়্যার তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার ।   কতগুলো প্রোগ্রামের  সমন্বয়  হলো সিস্টেম সফটওয়্যার । কম্পিউটারের
হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন চালানোর জন্য যার সাহায্যে ডিজাইন করা হয় তাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার ।

ড্রাইভার সফটওয়্যার

ড্রাইভার সফটওয়্যার হলো ছোট সফটওয়্যার । যা অন্যান্য সফটওয়্যার ও অপারেটিং সিস্টেমকে হার্ডওয়ার এর সাথে যোগাযোগ করিয়ে দেয় । এই ড্রাইভার সফটওয়্যার ছাড়া কম্পিউটার ডিভাইসে সঠিকভাবে ডাটা সংগ্রহ করতে পারে না । যেমন মাউস , কিবোর্ড ,  প্রিন্টার , ডিসপ্লে কার্ড , নেটওয়ার্ক  কার্ড  ইত্যাদি ।

প্রেজেন্টেশন সফটওয়্যার

একটি জনপ্রিয় সফটওয়্যার হল প্রেজেন্টেশন সফটওয়্যার । এই সফটওয়্যার মাইক্রোসফট অফিস সফটওয়্যার এর অন্তর্ভুক্ত । যার সাহায্যে সেমিনার , সভা , সিম্পোজিয়াম , কর্মশালা ইত্যাদিতে কম্পিউটারের সাহায্যে কার্যকরভাবে বিভিন্ন তথ্য উপস্থাপন করা যায় তাকে বলা হয় প্রেজেন্টেশন সফটওয়্যার । বিভিন্ন প্রেজেন্টেশন সফটওয়্যারের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো - ইমপ্রেস সফটওয়্যার সফটওয়্যার ও পিকাসা সফটওয়্যার ।

আরো পড়ুন ঃ  ইউটিউব মার্কেটিং কি - ইউটিউব মার্কেটিং করে কিভাবে সফল হবেন জানুন

প্যাকেজ সফটওয়্যার

সার্বজনীন সফটওয়্যার কে বলা হয় প্যাকেজ  সফটওয়্যার । প্যাকেজ আকারে এই সফটওয়্যার গুলো তৈরি করা হয় । ক্রেতাদের প্রয়োজনীয়তার দিকে খেয়াল রেখেই এবং বাণিজ্যিকভাবে সফলতা লাভের উদ্দেশ্যেই বড় বড় সফটওয়্যার নির্মাতা কোম্পানিগুলো এই সফটওয়্যার তৈরি করেছেন । যেমন মাইক্রোসফট অফিস সফটওয়্যার , যার মধ্যে প্রয়োজনীয় সকল সফটওয়্যার আছে ।

সফটওয়্যার এর বৈশিষ্ট্য

কম্পিউটারের কাজ নির্দিষ্ট ভাবে সম্পন্ন করার জন্য ব্যবহার করা হয় সফটওয়্যার । এই সফটওয়্যার এর কিছু বৈশিষ্ট্য আছে নিচে তা আলোচনা করা হলো ঃ-

  • যাকে নির্দেশ নির্দেশ দেয়া যায় দেখা যায় ব্যবহার করা যায় কিন্তু
    হাতের স্পর্শ করা যায় না

  • যা কখনোই নষ্ট হয়না তাই হলো সফটওয়্যার

  • এ কম্পিউটারের জন্য তৈরি সফটওয়্যার লক্ষ লক্ষ কম্পিউটারে ব্যবহার করা যায় তবে
    কম্পিউটারে ধরনেরই হতে হবে

  • কম্পিউটারের নাম হলো সফটওয়্যার প্রাণের

  • সফটওয়্যার কখনো ক্লান্ত হয় না

সফটওয়্যার এর উদাহরণ

Wandershare , Filmora , Camtasia  এই সফটওয়্যার গুলো দিয়ে ভিডিও এডিটিং করা যায় । মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা কোন কিছু টাইপ করা হয় , এমএস এক্সেল এ কোন কিছু হিসাব করা হয় , ক্রমোতে কোনকিছু ব্রাউজিং করা হয় , এডোবি ফটোশপের সাহায্যে ছবি এডিট মডিফাই করা হয় । নোটপ্যাড প্লাস প্লাস যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট ওয়েব ডিজাইনের কাজ করে থাকেন বা কোডিং এর কাজ করে থাকেন তাদের জন্য এই সফটওয়্যার টি । যেগুলো বিভিন্ন ধরনের  কাজের জন্য ব্যবহার করা হয় ।

সফটওয়্যার এর ভূমিকা

সফটওয়্যার এর ভূমিকা অপরিসীম । সফটওয়্যার হলএমন একটি বিশেষ প্রোগ্রাম যা কম্পিউটারকে নির্দেশনা দানকারী সকল কাজ সম্পাদন করে থাকে ।  সফটওয়্যার ছাড়া কম্পিউটার কল্পনা করা যায় না ।  আপনি বাজারে অনেক ধরনের সফটওয়্যার পাবেন । আপনার প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আপনি আপনার কাজ সম্পাদন করবেন ।

সফটওয়্যার এর কাজ

  • মাইক্রোসফট অফিস ওয়ার্ড ঃ লেখালেখি বা টাইপের জন্য মাইক্রোসফট অফিস ওয়ার্ড সবচেয়ে ভালো। এবং এটি একটি প্রফেশনাল অ্যাপ্লিকেশন।

  • অভ্র এবং বিজয় ঃ যেকোন ব্রাউজারে বাংলা লেখার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হল অভ্র সফটওয়্যার । তবে যারা প্রফেশনাল ভাবে কাজ করেন তাদের জন্য বিজয় সফটওয়্যার হল সবচেয়ে উপযোগী ।

  • মাইক্রোসফট অফিস এক্সেল ঃ হিসেব এবং ডাটা সংরক্ষণ করার জন্য সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার হল মাইক্রোসফট অফিস এক্সেল । এটি ব্যক্তিগত বা যেকোনো প্রতিষ্ঠানের হিসাব রাখতে বা তথ্য সংগ্রহ করতে সবচেয়ে বেশি উপযোগী ।

  • মাইক্রোসফট  অফিস পাওয়ারপয়েন্ট ঃ যেকোনো প্রেজেন্টেশনের জন্য  মাইক্রোসফট  অফিস পাওয়ারপয়েন্ট সফটওয়্যার ব্যবহার করা হয়ে থাকে । তবে এটি বিভিন্ন কোম্পানিতে বেশি ব্যবহৃত হয় ।

  • পট প্লেয়ার (Pot Player )  ভিএলসি (VLC)  কে এম প্লেয়ার (KM Player ) সাইবার লিংক (Cyberlink ) পাওয়ারডিভিডি (Power DVD) এই সফটওয়্যার গুলো ভিডিও প্লেয়ার বা ভিডিও দেখার জন্য ব্যবহার করা হয় ।

  • এডোবি ফটোশপ ( Adobe Photoshop) অথবা এডোবি ইলাস্ট্রেটর ( Adobe Illustarator) এই সফটওয়্যার গুলো এবং যেকোনো ছবি এডিট মডিফাই এর জন্য ব্যবহার করা হয় ।

  • ইন্টার্নেট ডাউনলোড (Internet-Download-Manager)  সংক্ষেপে ( IDM)   ডাউনলোড করার জন্য এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সফটওয়্যার ।

  • এডা সিটি (AUDACITY)  এই সফটওয়্যার টি  অডিও রেকর্ডিং এবং অডিও এডিট করার একটি জনপ্রিয় সফটওয়্যার । এটি সম্পূর্ন ফ্রি একটি সফটওয়্যার ।

  • মজিলা ফায়ারফক্স , গুগল ক্রোম এবং অপেরা মিনি এগুলো হলো ইন্টারনেট ব্রাউজ করার জন্য সফটওয়্যার । তবে সবচেয়ে জনপ্রিয় হলো গুগল ক্রোম ।

  • Fast Stone Captur এই সফটওয়্যারের  Snipping Tool ব্যবহার করে ল্যাপটপ বা পিসিতে  স্ক্রীনশট নেয়া যায় । তবে  Fast Stone Captur সফটয়ার দিয়ে স্ক্রিনশট এর পাশাপাশি ফটো এডিটিং এবং স্ক্রিন ভিডিও রেকর্ডিং এর কাজ করা হয়ে থাকে ।

  • নোটপ্যাড প্লাস প্লাস যারা ওয়েব ডেভলপমেন্ট ও ওয়েব ডিজাইন এর কাজ করে থাকেন বা কোডিং এর কাজ করেন তাদের জন্য নোটপ্যাড প্লাস প্লাস অনেক উপকারী । এছাড়া ওয়ার্ডপ্রেস ব্লগার সহ বিভিন্ন ওয়েব প্লাগিন এর কাজ করে থাকে তাদের জন্য জনপ্রিয় সফটওয়্যার হলো নোটপ্যাড প্লাস প্লাস ।

  • Wandershare , Filmora , Camtasia  এই সফটওয়্যার গুলো কম্পিউটারে ভিডিও এডিটিং এর কাজে ব্যবহার করা হয়ে থাকে । যারা প্রফেশনাল ভিডিও এডিটিং করেন তারা সনি ভেগাস , এডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার গুলো ব্যবহার করতে পারেন।

সফটওয়্যার পাইরেসি কি

সফটওয়্যার হল কম্পিউটারকে নির্দেশনা দানকারী প্রোগ্রাম । আর পাইরেসি মানে চুরি করা ।   করা অতএব সফটওয়্যার পাইরেসি বলতে আমরা বুঝি সফটওয়্যার কে চুরি করে নিজের মতো গুছিয়ে নেওয়া । কোন সফটওয়্যারকে চুরি বা কপি করে নতুন করে আবার সেই সফটওয়্যার কে মডিফাই ও কাস্টমাইজ করে দ্বিতীয়বার বাজারে বিক্রি করা হয়  । 

আরো পড়ুন ঃ   মোবাইলে ফ্রিল্যান্সিং করার উপায় - জেনে নিন

তখন তাকে বলা হয় সফটওয়্যার পাইরেসি । এটি একটি অনৈতিক কাজ । যাকে বলা হয়  ক্রাইম । সফটওয়্যার পাইরেসি করে ধরা পড়লে সেই ব্যক্তি বা কোম্পানি শাস্তি হতে পারে । গবেষণায় জানা গেছে সফটওয়্যার প্রাইরেসির হার শতকরা প্রায় 70 ভাগ ।

শেষ বক্তব্য

সফটওয়্যার এর ভূমিকা অপরিসীম সফটওয়্যার হলএমন একটি বিশেষ প্রোগ্রাম যা কম্পিউটারকে নির্দেশনা দানকারী সকল কাজ সম্পাদন করে থাকে ।  সফটওয়্যার ছাড়া  কম্পিউটার কল্পনা করা যায় না ।  আপনি বাজারে অনেক ধরনের সফটওয়্যার পাবেন । আপনার প্রয়োজনীয় সফটওয়্যার নিয়ে আপনি আপনার কাজ সম্পাদন করবেন ।

আমি আমার পোস্টে সফটওয়্যার কি , সফটওয়্যার এর কাজ , সফটওয়্যার এর প্রকারভেদ এবং সফটওয়্যার পাইরেসি সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি  । আশা করি আমার এই পোস্টটি আপনাদের উপকারে আসবে ।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
1 জন কমেন্ট করেছেন ইতোমধ্যে
  • Alinoorhossen
    Alinoorhossen November 26, 2022 at 10:17 PM

    খুব চমৎকার লিখেছেন।

মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url